নরওয়ে থেকে:-

জানিনা কতদিন ? আর কতকাল অপেক্ষা করতে হবে আমার ??
নীলিমায় ভরা নরওয়ের রাত , ফুলে ফুলে ভরা অনিন্দ গ্রীষ্মগুলো পার হয়ে যায় শুধু তোমার অপেক্ষায়।
শুভ্র হিমবাহ চড়ে জানি কোনো একদিন ফেলবে নোঙ্গর মান্ডালের খেয়াঘাটে।
সমুদ্রের হিমবাহে রুষ্ট তোমার এলোমেলো চুল, নীলাভ দুটি আঁখি আর মায়া ভরা মুখ খানি দেখে আলোড়িত হবে এ হৃদয় জানি।
ব্যস্ত জীবন আমার, দিনরাত কাজে ডুবে থাকি , 
তবুও
হাতে রাখা হাত, তারা ভরা রাতের প্রতিশ্রুতি দিলাম ।
সময় করে কাজ কর্ম ফেলে একবার এসো তুমি মান্ডালে ।
জীবনানন্দের বনলতার দিব্বি দিলাম, ফুল ফুলে ভরিয়ে দেব মান্ডালের সব রাজপথ।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন