নরওয়ে থেকে:-

নীলিমায় তাঁরা ভরা নরওয়ের রাত।
প্রিয়তমার আঁচল ছুঁয়ে সবাই যখন শান্তির ঘুমে ঘুমায়…
আমি তখন কাজ সেরে একাকী ঘরে ফিরি।
শ্রান্ত, পরিশ্রান্ত, গর্দমাক্ত শরীর, তবুও কেনো জানি চুখে ঘুম নাই আমার।
সরলতায় ভরা মমতাময়ী মাকে বড্ডো বেশি মনে পড়ে আজকাল।
মনে পড়ে জিঙের ফুল, লাউয়ের ডগা পুঁই শাক আর স্নেহময়ী বড়ো আপু মান্নার কথা।
সময়ের হাত ধরে সবাই দূরে চলে গেছে আজ !
কেউ গেছে দূরত্বের ফেরে, কেউ গেছে অভিমানে !!
আমি শুধু পড়ে আছি এপারে কার না কার অপেক্ষায় !
অনেক বৎসর চলে গেছে ঠিক মতো খাওয়া হয়নি আমার…
কেউ জিজ্ঞেসও করেনি ঠিক মতো খেয়েছি কিনা ??
দিন মাস বৎসর কেটে যায় -সব কিছু ভুলে গিয়ে কাজের মাঝে ডুবে থাকি, শুন্যের উপর ঘর বাঁধি।
আর স্বপ্ন দেখি থালা ভরে এক প্লেট ভাতের।
মা, বোন, জিঙের ফুল আর বর্ষার জলে টুইটুম্বর বনুয়ার বিল জুড়ে যে স্মৃতিগুলো ছিল তা যেন যুগ যুগ ধরে বেঁচে থাকে হৃদয়ের মনিকোঠায়।
জন্ম হবার মধ্যে দিয়ে যে জীবন শুরু হয়েছে,
সময়ের গহবরে কোনো এক সংখ্যার মাঝে গিয়ে শেষ হবে তার।
বনুয়ার বিল ঘেঁষা কোতয়ালপুর গ্রাম, সুরমার জলে ভেজা সিলেট শহর, মুক্তিযুদ্ধাদের রক্তে ভেজা বাংলার মাটি , শেখ মুজিবের স্বপ্নের বাংলাদেশ সবই রবে।
স্মৃতি নিয়ে বাঙলার দামাল ছেলেরা দেশ দেশান্তরেও যেন মাথা উঁচু করে তেমনি বেঁচে রয় ।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন