নরওয়ে থেকে:-

বহিমিয়ান জীবন আমার,
সবাই যখন বৃত্তের ভেতরে হাঁটাহাটি করে, স্বপ্ন দেখে, সংসার করে-
আমি বৃত্ত থেকে দূরে,- সীমানার ওপারে হেটে চলি ,,
জীবনে এতগুলো কষ্টের পর বৃত্তের ভেতর আঁটঘাট বাঁধা নির্দিষ্ট জীবন কেন জানি ভালো লাগেনা আর ।
সংসারহীন, আবেগহীন বাউল আমি , 
বৃত্তের বাহিরে হেটে চলাই যেন এ জীবনের মূল লক্ষ্য এখন,,
আর বহিমিয়ান জীবনটাই আমার অনেক পছন্দের ।

সংসার জীবন আমাকে আর টানেনা,
বহিমিয়ান জীবন, তাই আজ এখানে তো কাল ওখানে,
মাঝে মাঝে আবার দিগন্তের ওপারে লাল নীল ঝাপসা  অন্ধকারে হারিয়ে যেতে ইচ্ছে করে-
শুধু ইচ্ছে করেনা অবেলায় ফস্কে যাওয়া সে হাতগুলো ধরতে আবার –
হারিয়ে যাওয়া সেই তুমি-
বৎসরের বিবর্তনে অনেক ভালো আছো, আরো ভালো থেকো বৃত্তের ভেতর ,
তবে
সংসারে, জীবনে যার অনীহা জমে গেছে
বৃত্তের ভেতরে তাকে কি আর পাওয়া যায় ?
দিগন্তের পানে হেটে যাওয়াই যার একমাত্র লক্ষ্য,,
তাকে কি আর ফিরিয়ে আনা যায় ??

ওপারে যাবো আমি,
ওদিকটায় আছে কিসের যেন মোহমায়া,
বহিমিয়ান জীবনটা মোর , তাই ভুল করেও তোমার বৃত্তের ভেতর খুজোনা আমায়।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন