দুবাই থেকে:-

শীতের এই কুয়াশা ভেজা সকালটা যেমন এক ঝলক সূর্যের আলোর প্রতীক্ষায় থাকে
ঠিক তেমনি করে আমি বেঁচে থাকি তোমার এক রাশ হাসি মাখা মুখটা দেখার জন্য,
পৃথিবীর কাছে ওই সূর্যটা যেমন খুব প্রয়োজনীয় ঠিক তেমনি করে আমার জীবনে তুমি।

পৃথিবীটা হয়তো একটা দিন কাটিয়ে দিতে পারে সূর্যের আলো ছাড়া কিন্তু আমারযে একটা মুহূর্তও কাটেনা তোমাকে ছাড়া।

দিন শেষে বিকেলটা যখন ক্লান্ত হয়ে রাত্রির কোলে ঢলে পরে একটু প্রশান্তির জন্য, আমিও ঠিক তেমনি করে তোমার ঘন কালো কেশের মাঝে নিজেকে লুকিয়ে নিতে চাই, হারিয়ে যেতে চাই তোমার ওই সাগর দুটো চোখে যেখানে মন আর প্রাণ খুলে সমস্ত দিনের ক্লান্তিকে ডুবিয়ে দিয়ে আলতো করে ঘুমিয়ে যাবো তোমার বুকে।

বুকের মাঝে ঠিক যেখানে মনটা আছে ওই খানে রাখবে আমায় তোমার সমস্ত ভালোবাসার আদরের ছোঁয়ায়,
একটু পরে নিজের মতো করে সযতনে আমাকে বুকে টেনে নিবে, পৃথিবীর সমস্ত সুখ আর শান্তি একদিকে ঠেলে দিয়ে তোমার ভালবাসার আদরের একটা চুমু আমার ঠোঁটে জড়িয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিবে, দিবে কি আমাকে সে একটি রাত?
সব কিছু স্তব্ধ, ঘন অন্ধকার যে যার মতো ঘুমিয়ে পড়েছে কিন্তু আমার চোখের ঘুম কেন কোথায় হারিয়ে গিয়েছে প্রিয় তমা, বসে আছি তোমার অপেক্ষায় চেয়ে থাকি পথ।
আমি জানি একদিন তুমি আসবেই আর ঠিক তেমনি করে আমাকে ঘুম পারাবে, আমি আছি থাকবো তোমার অপেক্ষায়।

ভালো থেকো জোনাকি…..

 

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন