ফ্লোরিডা থেকে:-

খুব মনে পড়ে তোমাকে । সময়ের রেল গাডীতে চড়ে এত দূরে চলে এসেছি যে আমি ভাবতেও পারিনি এতটা দূরত্ব জড়ো হয়েছে তোমাতে আমাতে।
আমি অশ্রুর নদীতে উজানে নাও বাই। ঢেউয়ের পর ঢেউ এসে আমাকে নিয়ে যেতে চায় উল্টোদিকে, তবু নিশুতির রাতে “তুমি” নক্ষত্রের দিকে তাকিয়ে হাল ধরে থাকি।
এই সময় , এই দূরত্ব কিছু নয় যখন হৃদয় চেয়ে থাকে অপলক অন্য হৃদয়ের চোখে, দীর্ঘশ্বাস নয় দীর্ঘশ্বাস !

তোমার জংলী ছাপার শাড়ীর আঁচলের উড়ুনীতে যে হাওয়া ওড়ে তা প্রশমিত করে আমার জীবনের গুমোটত্বের শ্বাসহীনতা, তাই বয়ে আনে সাত সমুদ্র পেরিয়ে তোমার দেহের, তোমার চুলের গন্ধের স্বর্গীয় মাদকতা।আমি অভিভুত মগ্ন হয়ে থাকি।

আমাদের প্রিয় পুকুরের পাশে যেয়ে খুব নি:শব্দে নিরবে তাকিও নিশ্চল জলে, তুমি আমার প্রতিবিম্ব দেখতে পাবে ইথারের ক্যামেরায়, দেখতে পাবে আমার বিষন্নতা ও দূরত্বের ছাপ মারা ক্লান্ত মুখ ,আমার প্রেমলুব্ধ তন্ময় চোখ , যে চোখ শুধু তোমাকেই খুঁজে ফিরে বিশ্ব চরাচর জুড়ে ।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন