দুবাই থেকে:-

আমি আর আমার একাকিত্ত এযেন একি সুরে গাঁথা,
সবকিছু এলোমেলো সবকিছু যেন থেকেও নেই।
এতো কাছে তবুও দূরে,
এযেন বুকের মাঝে থেকেও সাত সাগর পাড়ি দিয়েও তোমার কাছে যেতে পারিনা।
এতো কাছে তবুও দূরে,
যা কিনা ইচ্ছে হলেও তোমাকে ছুঁয়ে দেখতে পারিনা,
এতো দূরে,
কেন এতো কাছে থেকেও মনে হয় প্রিথীবি আর আকাশের থেকেও বহু দূরে তুমি।
এতো কাছে,
তবুও তুমি আর আমাতে কেন এতো বাঁধা আর বিপত্তি।
একটু ছুঁয়ে দেখতে হলে আকাশে উড়ে আর সাগরে ঝাপ দিয়েও তোমাকে খুজে পাইনা।
এযেন শুধু কস্ট আর কান্নার ধুসর কালো মেঘ, যেখানে শুধু বেদনার আর্তনাদ।
তুমি আর তোমাকে কাছে পেতে,
আর কতো দুঃক্ষকে বুকে জড়িয়ে নিদ্রাহীন রাত্রি জাপন করতে হবে?

জান আর জোনাকিতেই শুধু থেমে যায় সব ব্যকুলতা।
অনুভুতির নীল ঘুড়িটা কখনো নিজের মতো করে আকাশে উড়তে পারেনা, জানিনা কখনো পারবেও কিনা?

তবুও ভালবাসি জোনাকির নীল রঙ, বেচে থাকি জোনাকির প্রতিক্ষায়,
ভাল থেকো জোনাকি।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন