নরওয়ে থেকে:-

বাংলাদেশে বসবাসকারী তরুণ /তরুণী যারা আছেন, আপনারা কক্ষনো হতাশ হবেন না। হতাশ হবেন তো নিজেকে হারিয়ে ফেলবেন, আর নিজেকে হারিয়ে ফেললে ঘুরে দাঁড়াতে হয়তোবা অনেক সময় লেগে যাবে।
মনে রাখবেন যে বাংলাদেশ একটা সম্ভাবনাময় রাষ্ট্র, বাংলাদেশে ভালোকরে পড়ালেখা করে নিজেকে গড়ে তুলতে পারলে দেশে থেকেও আপনি অনেক কিছু করতে পারবেন যা প্রবাসে উন্নত কোনো দেশে অবস্থান করে অনেক বৎসরের পরিশ্রমেও করা সম্ভব না। তবে দেশে থাকুন আর দেশের বাহিরে যান না কেন, আপনার সোনালী ভবিষৎ কিন্তু আপনার নিজের কর্মের উপর নির্ভরশীল। বর্তমানের বিশ্ব চরম প্রতিযুগিতাপূর্ণ একটা স্থান, তাই কম বয়স থেকে নিজেকে প্রস্তুত করে তুলুন, যা শিখেন ভালো করে শেখেন, সাথে সাথে দায়িত্বশীল হতে শেখেন। নিজেকে দায়িত্বশীল কর্মঠ একজন মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে দেশ বিদেশে যেখানেই থাকেন না কেন দেখবেন কেউ আপনাকে এবং আপনার অগ্রগতিকে থামিয়ে রাখতে পারবেন না। উদীয়মান সূর্যকে ঢেকে রাখার সামর্থ যে কোনো দেবতার নেই।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন