নরওয়ে থেকে:-

স্বাদের সিলেট শহরে যদি না ফিরি কোনোদিন,
পহেলা বৈশাখে লাল নীল পাঞ্জাবিতে এম.সি ক্যাম্পাসে যদি না পাও আমায় !
ভেবে নিও, অভিমানী এ হৃদয় ঘরে ফিরেনি আর
তাই দেখাও হবেনা হেতিমগঞ্জ, শিবগঞ্জ কিংবা টিলাগড়ে,
দেখা হবেনা গুধুলীর আলোয়- আবির রঙে রাঙা আলৌকিক সন্ধ্যায়।

অভিমানী ছেলেগুলো সিলেট ছেড়েছে সেই কবে !
লন্ডন,প্যারিস, ক্রিস্টিয়ানস্যান্ডের অলি গলিতে চিরচেনা মুখগুলো।

ডাবলিন শহরের জলমলে রাস্তায় সন্ধ্যার নিয়ন আলোয় অতীতের কত গল্প কাহিনী খেলা করে !!
মন শুধু ফিরে যায় জিন্দাবাজারের চায়ের আড্ডায় ।

অজানা স্বপ্নপুরীর আশায় কত হাজার ছেলেরা হারিয়েছে সিলেট থেকে,
১৪ বছরের দূরত্বে দাঁড়িয়ে আমিও হারাবো একদিন !
হারানোর এ খেলায় বাংলা মায়ের বুক খালি হয়
আমাদেরও হৃদয় খালি – না পাওয়ার শত সহস্র বেদনায়।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন