তোর মনে আছে আকাশ, তোকে যেদিন প্রথম দেখেছিলাম..
আমি লাল চেক সার্ট,আর কালো স্কার্ট পরেছিলাম..
বিনোদিনী স্কুলের ইউনিফর্ম…আর তুই দাড়িয়েছিলি..
আমার বাড়ির নিচে..আমি স্কুল থেকে ফিরে ছাতে গিয়ে
তোকে দেখেছিলাম,তুই ও তো হাফ প্যান্ট,আর সাদা গেঞ্জি
পড়ে আরচোখে দেখে নিয়েছিলি…মুখ তুলে…
আমার দাদা ছিল তোর অন্তরঙ্গ বন্ধু।।
তুই আমায় দিয়েছিলি,নিজের হাতের তৈরি গোলাপ
রক্ত ঝরেছিল সেদিন তোর হাতে,মনে আছে??
আমি প্রেমে পড়ে গেছিলাম রে, সত্যি…।।
মেয়েরা তো প্রেমে পড়লেও চট করে স্বীকার করে না..
আমিও করিনি..পরীক্ষা নেব বলে.. নিয়েও ছিলাম।
দিন যায় স্রোতোবহা নদীর মত..
সব জানাজানি হল আমাদের প্রেমে বিঁধল তোর আর দাদার
বন্ধুত্বএর কাঁটা…আস্তে আস্তে তোকে ভুলে যেতে বাধ্য করেছিল
আমার বিয়ে হয়েছে অনেক দূরে… যেখানে তোর কথা বলার,শোনার
কেও নেই…তুই তো আজ কি করছিস জানি না
কোথায় থাকিস তাও না…
শুধু এটুকু জানি… ভালোবাসা শরীর এ নয়..
হয় মনে।আজ অমলিন হয়ে রোজ আসিস তুই স্বপ্নে..
আজও আমার হৃদয় শুধু তোকেই ডাকে…
অজানা আহ্বান এ।।জানিস,আজও তোর সেই ভেঙে যাওয়া নখের
টুকরো,তোর আমায় লেখা সব কটা চিঠি… সযত্নে লালিত হচ্ছে আমার
আদরের সংসারে।আজ যদি চাইতাম সব ছেড়ে দিয়ে,সংসার ত্যাগ করে
চলে যেতে পাড়তাম,কিন্তু না রে.. আর চাই নি তোকে কস্ট দিয়ে
কোন পার্থিব বাঁধনে বাঁধতে..চেয়েছি মুক্ত হোক
আমাদের স্বাধীন ভালোবাসা…যা চিরকাল অজেয়।।
চির অমর।।শুধু না বলা ভালোবাসার কথাগুলো জানে এই ডায়রির অচল,অবলা পাতাগুচ্ছ।।
অনেক ইতিহাসের ভার সে বহন করছে..
অভিযোগহীন ভাবে একা….যেমন প্রকৃতির ভার বহন করে চলেছে
বনভূমি।।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন