ব্যাডস ম্যান মুশফিক, মোহাম্মদ উল্লাহ এবং বোলার মেহেদী হাসান, মুস্তাফিজ, মোহাম্মদ সাইফউদ্দিনের অসাধারণ নৈপুণ্যে পাঁচ ‘ম’ এর প্রভাবে বাংলাদেশে অনুষ্ঠিত তিন ও ডি আই (ODI) সিরিজের প্রথম দিনে জয়ের স্বাদ পেলো বাংলাদেশ।
আগে ব্যাড করতে নেমে বাংলাদেশ ছয় উইকেট হারিয়ে মাত্র ২৫৭ রান করতে সক্ষম হয়। ওপেনিং জুটিতে লিটন দাস শূন্য রানে ফিরে গেলেও তামিম ৫২ রান করে শক্ত ভীত তৈরী করে । এর পর, বগুড়ার সোল’ মুশফিক বুক চেতিয়ে ৮৪ রান করেন। ভায়রা ভাই মোহাম্মদ উল্লাহ -এর ৫৪ রানে সম্মান জনক স্কোর করতে সক্ষম হয় বাংলাদেশ।
বোলার মেহেদী হাসান মাত্র ৩ ইকোনোমি রান রেট দিয়ে ১০ ওভার পুরো স্পেল বল করে মাত্র ৩০ রানের বিনিময়ে তুলে নেন শ্রীলংকার মূলবান চার টি উইকেট। মোহাম্মদ সাইফুদ্দিন ৪.৯ ইকোনোমিক রেটে দুই উইকেট তুলে নিলেও মুস্তাফিজুর রহমান ৩.৭ ইকোনোমিক রেটে ৩৪ রানের বিনিময়ে শেষ দিকের তিনটি উইকেট নিলে তিন ও ডি আই সিরিজের প্রথম দিনে জয় তুলে নেয় বাংলাদেশ।
সিরিজের বাকি দুইটি খেলা অনুষ্টিত হবে, মঙ্গল বার মে ২৫ এবং শুক্রবার মে ২৮।
বাকি ম্যাচের রিপোর্ট জানতে চোখ রাখুন পরবাসী ব্লগে।
ছবিঃ – সৌজন্যে Crickinfo