কাগজে কলমে যদিও কানাডাতে এখনো শীতের আগমন ঘটেনি। কিন্তু তাপমাত্রার হিসাবে শীতের আমেজের শুরু হয়েছি বেশ কিছুদিন আগেই। সেই আমেজটাকে আরেক ধাপ এগিয়ে নিতে টরন্টোর বাঙালি পাড়ায় শুরু হয়েছে “পিঠা উৎসব ” ইতিমধ্যেই কয়েকটি পিঠা উৎসবের আয়োজন শেষ হয়েছে।তারই ধারাবাহিকতায় আজও ছিল আরো একটি “পিঠা উৎসব ” , যার আয়োজন করেছিল “দেশে বিদেশে ” – টরন্টো থেকে প্রকাশিত সর্ব প্রথম বাংলা পত্রিকা।
নিঃসন্দেহে একটা সফল আয়োজন – সত্যিকার অর্থেই এটি ছিলো একটা “পিঠা উৎসব “। অতীতের কয়েকটি পিঠা উৎসবে দেখা গেছে , ঝাল-মুড়ী আর সমুসা-শিঙাড়ার মাঝ থেকে পিঠা নামক কিছু একটা উঁকি মেরে তার উপস্থিতি ঘোষনা করার চেষ্টা করছে। দশটির বেশী পিঠার দোকান ছিল আর ছিল বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের রকমারি পিঠার আয়োজন। ৯ ডস রোডের হল রুমটা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলো পরিদর্শক পূর্ণ। এমন কি এক পর্যায়ে লোক চলাচলের স্থানও সংকুলনও হয়নি। বাঙালির এই মিলন মেলা অনেক দিন পরেই দেখলাম।
পিঠার দোকান ছাড়াও হলের বর্ধিত অংশে ছিলো দেশীয় পসরার আরো ২/৩টি দোকান। সেই সাথে ছিল সঙ্গীতানুষ্টান – মঞ্চ মাতিতে রেখে ছিলেন স্থানীয় শিল্পি বৃন্দ।
একটি সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানাই দেশে বিদেশের কর্ণধার জনাব নজরুল ইসলাম মিন্টু ও তার সতীর্থ সহযোগীদের।
ছবির ব্লগ:- https://www.facebook.com/media/set/?set=oa.1461565500633947&type=3