বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা রাশিয়ার পরেই যার অবস্থান কিন্তু কানাডার জনসংখ্যা রাশিয়ার মাত্র এক পঞ্চমাংশবর্তমানে প্রতি বছর বিভিন্ন দেশ থেকে কানাডায় আসেন প্রায় তিন লক্ষ ইমিগ্রান্ট তবে কনফারেন্স বোর্ড অফ কানাডা বলেছে প্রয়োজনের তুলনায় এটি অনেক কম  বাংলাদেশের সাউথ ইস্ট ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ এন্ড জাস্টিস কর্তৃক আয়োজিত রোড টু  হায়ার এডুকেশন ফর গ্রাজুয়েটস   আয়োজিত এক প্রাণবন্ত সেমিনারে এই তথ্য জানান প্রবন্ধ উপস্থাপিকা, রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট এবং কমিশনার অফ অথস, অধ্যাপিকা মিসেস মাহমুদা   নাসরিন ঢাকাস্থ বনানীতে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে ২৭শে ডিসেম্বর এই ইন্টারেক্টিভ সেমিনারের আয়োজন করা হয়  এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ দেশের বিভিন্ন স্থান থেকে কানাডা আসতে আগ্রহী বিপুল সংখ্যক শ্রোতা দর্শক উপস্থিত ছিলেন ডিপার্টমেন্ট অফ এন্ড জাস্টিস এর চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাজী শাহিনুল হোসাইন এবং মিস্টার মীর মোজাম্মেল হক  

মাহমুদা নাসরিন তাঁর প্রবন্ধ উপস্থাপনা এবং সেমিনার শেষে দীর্ঘ সময় ধরে উপস্থিত দর্শকদের কানাডায় ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ভবিষ্যতে আবারো সেমিনারে অংশ গ্রহণের আশাবাদ ব্যাক্ত করেন সবশেষে তিনি আয়োজকদের বিশেষ ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন    

১ মন্তব্য

  1. Why so many immigrants were needed every year in Canada? Are there a lot of jobs? Can you please give us an statistics about the number of immigrants and their fates in Canada in last 10 to 5 years. Please classify them as employed, underemployed, unemployed, returned home country etc.
    -Mohammad Jainul Abedin

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন