ফাগুন এলেই পলাশ শিমুল ফোটে
কোকিল পাখি ডাকে
প্রভাত ফেরি যায়-
সবার সাথে সুর মিলিয়ে
শিশুরাও গান গায় –
“ আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি !“
পারি কি ভুলতে তাদের!
ভাষার জন্য অবদান আছে যাদের ।
ফিরবে না ঘরে জেনেও যারা
নেমেছিল রাজপথে
ছাত্রজনতা এক কাতারে
হেঁটেছিল একসাথে।
রফিক, শফিক, সালাম, বরকত
আরো যে কত নাম
মায়ের ভাষাকে বাঁচাতে তারা
দিয়েছিল তাজা প্রান।
নাম না জানা ভাষা সৈনিক
আরো আছে কত শত
রেখেছে মনে প্রজন্মান্তরে
হয়ে শ্রদ্ধায় নত।
এমনি আশা, মাকে ভালবাসা
আর আছে কোথা বলো?
হাতে রেখে ফুল, শ্রদ্ধা অর্ঘ্য
শহীদ মিনারে চলো।
ওইখানে মোর ভাই ঘুমিয়ে
বুকভরা ভালবাসা
ভেদাভেদ তার নেই কিছুতে
আমলা কিংবা চাষা।
বাংলাভাষার মর্যাদা তাই
দিয়েছে বিশ্ববাসী
২১ এখন সব দেশেরই
মায়ের মুখের হাসি।।
২১ নিয়ে কবিতাটি চমৎকার ছন্দে হৃদয়কে যেমন নাড়া দেয় , তেমনি আমাদের চেতনাকেও জাগিয়ে তোলে। ভালো লেগেছে।
অনেক অনেক ধন্যবাদ আর শুভ কামনা রইলো। বিনম্র শ্রদ্ধা জানাই ভাষা সৈনিকদের প্রতি।