আমার লেখা প্রথম বই হলো ‘ শেষ বিকেলের কবিতা’- একটি কবিতার বই। মোট ৪৬ টি ছড়া-কবিতা এতে স্থান পেয়েছে। প্রকাশকাল হলো একুশে বই  মেলা ২০০৯  । প্রকাশক ‘ খান পাবলিশার্স ‘, বাংলা বাজার, ঢাকা, ফোন : ৭১২৫৩৩১ । প্রচ্ছদ : আরুপ মান্দি / দাম : ৫০ টাকা মাত্র /

 

ছোট বয়স হতেই আমি লেখার চেষ্টা করতাম । এ বইয়ের লেখাগুলি আগে কোনো না কোনো দৈনিক , সাময়িকীতে প্রকাশিত হয়েছে। প্রকাশকাল ১৯৭৮ হতে ২০০৯  । কোনো কবিতার একটা লাইন-ও যদি কারো মনে একটু রেখাপাত করে তা হলে আমার লেখা সার্থক বলে মনে করবো। কবি আল-মাহমুদ বলেছেন, সাহিত্য কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না  । আমিও সাহিত্য-এর কাছে কিছু পাওয়ার প্রত্যাশী । এখানে ২টি কবিতা প্রকাশ করা হলো —–মোহাম্মদ আবেদীন

 

 

১. কাশবনের কবিতা
রিমঝিম বৃষ্টি ঝরে কাশবনে
শরতে, আকাশে পেঁজা মেঘের ভেলা তুলোর মতোন
আমি আকাশের ঠোটে ঠোট রাখি
বারবার গর্জে উঠি বজ্রের মতোন

আমি কাশবনে ঘুরে বেড়াই
সকাল বিকাল কবিতাকে খুঁজে বেড়াই
ধবল মেঘের কোলে মাথা রাখি
বারবার গর্জে উঠি বজ্রের মতোন

শরত-
এ ঋতু তো বিদ্রোহের ঋতু নয়
গ্রীষ্মের তাপ দাহে দগ্ধ হবার নেই ভয়
তবুও পথ হারাবার কেন এত সংশয় ?

২. ধান শালিকের দেশে
ধান শালিকেরা ডাকে
সেই ধানসিডিটির তীরে তীরে
উদাস দুপুরে ধান খেতে –

শঙ্ক চিলের ডানায় ভর করে সন্ধ্যা নামে
ঝোপে ঝোপে ঝিঁ ঝিঁ ডেকে ওঠে-
শেষ হেমন্তের কুয়াশার ভেতর
পান্ডুর চাঁদখানা একলা জেগে থাকে আকাশে
মৌরি ফুলের সুবাস ভাসে বাতাসে-

 

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন