আজ জোসনার দাসত্বের দস্তখত।
***++++**+++***+
বিলে দিয়েছি ঝাঁপ, মন তৃনমূলে ছুঁয়েছে
আজ জোসনার দাসত্ব।
কূহেলিকা ক্যানো আমায় জনসমক্ষে ধুঁয়েছে।
কোন ক্রান্তিকোণ থেকে জানিয়েছে,
ভালোবাসার ব্যবহারিক পরীক্ষায় আমার নাম নাই।
সে ষড়যন্ত্রে দিয়েছি ফুঁ, দ্যাখো প্রাকৃতিক স্রোতে কোকিল হারিয়েছে উপসনালয়ে যাওয়ার শক্তি!

তোমার অনুগ্রহের ওড়ানাকে পরিত্রানের রুমাল
মেনে নিয়ে আমি, জলকে দিয়েছি কথা – বিবস্ত্র
হয়ে আবারো বিলে ঝাঁপ দেবো, শুসে নেবো সবুজাভ তমাল,
তীরদেশ থাকুক উহ্য। ভালোবাসাই আমার শেষ অস্ত্র।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন