বর্তমানে ওন্টারিওতে সবচাইতে আলোচিত সমস্যাগুলির মধ্যে প্রধান একটি হচ্ছে গ্রীন বেল্ট বিষয়টি। গ্রীন বেল্টকে বাঁচাবার জন্য প্রতিবাদ সভার ডাক দিয়ে ছিলেন স্কারবোরো সাউথ ওয়েস্টের এম পি পি ডলি বেগম। ফোর্ড সরকার কতৃক গ্রীন বেল্ট থেকে গৃহায়নের জন্য জমি বরাদ্দের সিদ্ধান্তই এই প্রতিবাদের মূল কারণ। কিন্তু ইতিমধ্যে ফোর্ড সরকার তার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। সেই কারণেই ২৩ সেপ্টেম্বেরের প্রতিবাদ সভাটি একটি বিজয়ের সমাবেশে রূপ নেয়।
ডলি বেগমের ডাকে সাড়া দিয়ে কমুনিটির বিভিন্ন পেশার নাগরিক,সামাজিক সংগঠন,সংবাদ সংস্থার ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় সমাবেশ স্থলে। কানাডিয়ান বাংলাদেশীদের অনেকেই এই সমাবেশে অংশগ্রহণ করেন। যার মধ্যে ছিলেন জনাব ফাইজুল করিম, ইঞ্জিনিয়ার জনাব নওশের আলী এবং আরো অনেকে। অনুষ্ঠান শেষে ডলি বেগম সকল অংশগ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।