গতকাল দিনের প্রথম ম্যাচে মামুদ উল্লাহ-র চট্টগ্রাম চ্যালেঞ্জার দলের কাছে বড় ব্যাবধানে হেরে টুর্নমামেন্ট থেকে সটকে পড়লো মাশরাফির ঢাকা প্লাটুন দল। প্রথমে ব্যাট করতে নেমে ঢাকা প্লাটুন দল ৮ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৪৮ রান করে। পরে, চট্টগ্রাম চ্যালেঞ্জার হেসে খেলে ১৪ বল হাতে রেখে অনায়াসে সেই টার্গেট অতিক্রম করে। ঢাকার পক্ষে, হেসে উঠেনি তামিমের ব্যাট। ১০ বল খেলে মাত্র ৩ রান করে আউট হয়েছেন তামিম। পাকিস্তানী অল রাউন্ডার সাদাব খানের ৪১ বলে ৬৪ রান ও মমিনুলের ৩১ বলে ৩১ রানের উপর ভর করেই মূলত ঢাকা প্লাটুন ১৪৪ রানের একটি সম্মানজনক রান করেছিল। ব্যাটিং-এর পাশা পাশি বল হাতেও ক্যাপ্টেন মাহমুদ উল্লাহ বেশ চমক দেখান। ২ ওভার বল করে মাত্র ৫ রান দিয়ে ১ টি উইকেট নেন। রুবেলের ৪ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট ও তরুণ নাসুম আহম্মেদের ২ ওভারে ১১ রান দিয়ে ২ উইকেট নিয়ে ঢাকার ব্যাটিংয়ে ধস নামান। জবাবে, মাহমুদ উল্লাহ -র মাত্র ১৪ বলে ৩৪ রান দলের জয়ের মুখ্য ভূমিকা রাখে। মাত্র এক ওভার করতে আসা শ্রীলংকান অল রাউন্ডার থিসেরা পেরেরা-র করা ১২ তম ওভার থেকে মাহমুদ উল্লাহ-গেইল জুটি ১৪ রান রান তুলে নেন যার ১ টি ৬ ও ১ টি ৪ ছিল মোহাম্মদ উল্লাহর। শুধু তাইনা, ১৮ তম ওভারে পাকিস্তানী সাদাব খানের করা ওভারে পর পর ২ টি ৬ মেরে অপরাজিত থেকে বীরের মতো সঙ্গীকে নিয়ে মাঠ ত্যাগ করেন ক্যাপ্টেন মাহমুদ উল্লাহ । আজকের ম্যাচেও মাশরাফিকে জ্বলে উঠতে দেখা যায়নি। আগের ম্যাচে ক্যাচ ধরতে যেয়ে আঘাত পাওয়া মাশরাফি হাতে ১৪ টি সেলাই নিয়ে গতকাল মাঠে নেমে ৪ ওভার বল করে উইকেট শূন্য ছিলেন। এ ম্যাচে, চট্টগ্রাম দলের পক্ষে মাহমুদ উল্লাহ ছাড়াও ইমরুল কায়েসের ২২ বলে ৩২ ও জিয়াউর রহমানের মাত্র ১২ বলে ২৫ দলের জয়ে বিরাট অবদান রাখে।
দিনের অপর ম্যাচে, মুশফিকের খুলনা টাইগার্স রাজশাহী রয়্যালসকে বড় ব্যাবধানে পরাজিত করে প্রথম কোয়ালিফায়ার দল হিসাবে ফাইনাল খেলা নিশ্চিত করলো। এই ম্যাচে খুলনা টাইগার্স আগে ব্যাট করে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলে রাজশাহী রয়্যালস কে একটি মাঝারি টার্গেট দেয়। এই রান তুলতেই পুরো ২০ ওভার খেলে ১৩১ রানে গুটিয়ে যায় এই টুর্নামেন্টে বেশ ভালো খেলা রাজশাহী রোযালস দল। তবে, পরাজিত হয়েও টুর্নামেন্টে এখনো টিকে আছে রাজশাহী রয়্যালস। আগামীকাল এই টুর্নামেন্টে আরেক লড়াকু দল মোহাম্মদ উল্লাহ-র চট্টগ্রাম চ্যালেঞ্জার দলের সাথে আরেকবার শক্তির পরীক্ষায় অবতীর্ণ হতে হবে রাজশাহী রয়্যালসকে। গতকালের এই ম্যাচে রাজশাহীর পক্ষে এই টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ভালো খেলা লিটন দাস ও আফিফ হোসেন ছিলেন নিষ্প্রভ। বৃথা যায় সোয়েব মালিকের ৫০ বলে খেলা ৮০ রানের একটি কাব্যিক ইনিংস। অপরদিকে, খুলনার পক্ষে আগের ম্যাচেও ভালো খেলা নাজমুল হোসেন শান্ত গতকালও খেললেন ৭৮ রানের একটি লড়াকু ইনিংস। খুলনার বোলারদের মধ্যে বিধ্বংসী বলার ছিলেন পাকিস্তানী আমির, যিনি ৪ ওভার বল করে মাত্র ১৭ রান দিয়ে ৬ টি উইকেট নিয়ে রাজশাহী রয়্যালসের ব্যাটিংকে মাটিতে নামিয়ে ফেলে।
আগামীকাল ভোর সাড়ে সাত টায় (ইস্টার্ন টাইম) শুরু হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও রাজশাহী ওয়েলসের মধ্যে এটাই মূলত, সেমি ফাইনাল। এই ম্যাচে পরাজিত দলকে বিদায় নিতে হয়ে টুর্নামেন্ট থেকে। অপরদিকে, জয়ী দল আগামী ১৭ তারিখে ফাইনাল খেলবে মুশফিকের খুলনা টাইগার্সের সঙ্গে।
দেশের খেলার খবর জানতে চোখ রাখুন পরবাসী ব্লগের খেলার পাতায়।