এই আক্ষেপটি করে জয়োৎসবে মেতে উঠল আমার আমার ছেলে অর্ণব। খেলা ও দাওয়াতে একটি অলিখিত নিয়ম হচ্ছে আমন্ত্রিত হলে আমন্ত্রণ জানাতে হয়। এই দাম্ভিক অস্ট্রেলিয়ানরা সে সৌজন্যতা দেখায়নি। গত এক যুগেরও অধিক সময় ওঁরা আমাদের খেলতে আমন্ত্রণ জানায়নি।
বাঘের বাচ্চারা এর দাঁত ভাঙ্গা জবাব দিচ্ছে গতকাল থেকে। পাঁচ সিরিজের ২য় খেলা এই মাত্র শেষ হলো। আমি এতো বেশি আনন্দিত ও উত্তেজিত যে টাইপ করতে যেয়ে হাত কাঁপছে।
বিশেষ করে , আজকের যে জিনিসটি আমাকে সবচেয়ে আনন্দ দিয়েছে সেটা হচ্ছে বাঘের বাচ্চারা উইকেট হারালেও কোনোরকম ভয়ডর না করে খেলেছে বুক চেতিয়ে। খেলেছে একের পর এক বাহারি সব শট। আফিম হোসেনের দৃষ্টিনন্দন ৪ এর মাধ্যমে ৮ বল হাত রেখে ৫ উইকেটে আজ জিতে গেল বাংলাদেশ !!! পরম করুনাময়ের কাছে ধন্যবাদ, এ জীবনে এমন জয়ও দেখে যেতে পারলাম !!!!
আজকের খেলায় বাংলাদেশ ইনিংসের উল্লেখযোগ্য অবদান, আফিফের অপরাজিত ৩১ বলে ৩০, মেহেদী হাসানের ২৪ বলে ২৩, নুরুল হাসানের অপরাজিত ২১ বলে ২২ এর পাশাপাশি সাকিবের ১৭ বলে ২৬ । বিখ্যাত অস্ট্রেলিয়ান ফাস্ট বলার মিচেল স্টার্ক এর বলে সাকিবের পরপর তিনটি ৪ মারার দৃশ্য যারা দেখননি তাঁরা অনেক আফসোস করতেই পারেন।
এর আগে বল হাতেও জ্বলে উঠেছিল, বাঘের বাচ্চারা। মুস্তাফিজ, শরিফুল, মাহ্দী হাসানের আগুন ঝরানো বোলিং এর তোপে মাত্র ১২১ রানে ক্যাঙ্গারুদের বেঁধে ফেলে বাঘের দল। মুস্তাফিজ ৪ ওভার বোলিং করে ৫.৭৫ ইকোনোমিক রেটে মাত্র ২৩ রানের বিনিময়ে মূল্যবান ৩ টি উইকেট নিয়ে অসি শিবিরে ধস নামান। শরিফুল ২৭ রানের বিনিময়ে নিয়েন ২ টি উইকেট। সাকিব ও মাহ্দী নিয়েছেন একটি করে উইকেট। গতকালের মতো আজও সৌম ব্যাট ও বলে জ্বলে উঠতে পারেননি। মোহাম্মদ উল্লাহ জ্বলে ওঠেনি। সেই আফসোস করার আমাদের সময় নেই । আজ আমরা বাংলাদেশিরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন মেতে উঠবো এই আনন্দ জয়ের বুনো উৎসবে।
গতকাল বাংলাদেশের তরুণদের ১৩১ রানের টার্গেট ফেস করতে যেয়ে মাত্র ১০৮ রানে অল আউট হয়ে মুখ থুবড়ে পড়ে গিয়েছিলো ক্যাঙ্গারুর দল। অস্ট্রেলিয়ানদের এই দলে ডেভিড ওয়ার্নার, এরোন ফিঞ্চ দের মতো সিনিয়র প্লেয়ার না থেকেও নিয়মিত প্লেয়ারদের অনেকেই খেলছেন এই দলে যাদের আইপি এল খেলার অভিজ্ঞতা আছে । অপরদিকে, বাংলাদেশে খেলেছে তামিম, মুশফিক ছাড়াই। অস্ট্রেলিয়ানদের দম্ভকে মাটিতে মিশে দিয়েছে আজ আমাদের তরুণেরা।
জয় বাংলাদেশের ক্রিকেট । আপদে -বিপদে ও খুশিতে আমরা আছি তোমাদের সাথে!!!!!
(ছবি: সংগৃহীত)