মেঘলা আকাশ কতো বৃদ্ধি তোমার!
সমগ্র দুঃখ ঝরে পড়ছে, যেন পড়বে বলে ঝুপঝাপে নদীর বুকে।
এ নদীর জলরং এখনো আগের মতোনই সহজিয়া, আমি করি স্নান যুবক হয়ে তোমারই সুখে।
তৃষ্ণায় ঠোঁট ফেঁটে চৌচির প্রেমিকার বুক, গুনছে একপলকে ঢেউয়ের ছলৎ ছলৎ
সমগ্র দুঃখ আবারও পড়ছে ঝরে ,
বুক চিড়ে ভালোবাসা তোমায় কে দ্যাখাবে
মহাদেব মেঘদূত?
Courtesy: Cesca AjaNi