লালপাড়ের সাদা শাড়িটা বের করে রেখেছি
বৈশাখের প্রথম সকালে পড়বো বলে
সাথে রেখেছি লাল চুড়ি, লাল টিপ
তুমি মন খারাপ করে আছো
নতুন বছরে নতুন কাপড়
কিনতে পারনি বলে।
রমনার বটমূল অথবা রবীন্দ্র সরোবরে
গিয়ে সবার সাথে পান্তা ইলিশ
খেতে পারবে না বলে।
এবারের কাপড়, ইলিশ আর বাইরে
ঘোরার টাকাটা
না হয় তুলে দিব অসহায়ের হাতে
বাইরে যাওয়া হবে না তাতে কি
বৈশাখের প্রথম সকালে
আমি ঠিকই চমকে দেব তোমাকে
আমি সাজবো বৈশাখী সাজে
প্লেটে বেড়ে দিব পান্তা ভাতের সাথে
ডাল আলুর ভর্তা সাথে শুকনো মরিচ ভাজা
আমার ডাকাডাকিতে তুমি উঠে আসবে তাড়াহুড়ো করে
আমাকে দেখেই হাসি মুখে বলবে
“আমি তো ভুলেই গিয়েছিলাম আজ পহেলা বৈশাখ
আসো দুহাত তুলে মোনাজাত করি সৃষ্টিকর্তার কাছে
আমাদের এই ভয়াবহ অবস্থা থেকে মুক্তির জন্য ।”
তুমি খেতে বসার আগেই বারান্দার টবে থেকে ছিঁড়ে আনবে
একটা টকটকে লাল গোলাপ
আমার খোঁপায় পড়িয়ে দিতে দিতে বলবে
শুভ নববর্ষ
সকল শুভ তোমার জন্য।।