আমার একটা পাহাড় আছে
হাসি কান্না সুখ দুঃখ
সাজানো থরে থরে
সেসব আমি ছুতে পারি
যেমন ইচ্ছে তেমন করে।
তার চূড়াতে দাঁড়িয়ে আমি ছুতে পারি
সাদা মেঘ আর দূর নীলিমা
মনের রঙে রাঙাই আমি
সাজাই আমি এই তণিমা।
দেখি আমি সমুদ্র কন্যার নৃত্য
অথবা কান্নার নোনা জল
শুনি আমি সাগরের গর্জন
যা আছে তার অর্জন।
তেমনি দেখি কখনো কখনো
খেলছে দুটি ছোট্ট শিশু
ছুটছে তারা প্রজাপতির পিছু পিছু
নিচ্ছে তুলে নাম না জানা ফুলের তোড়া
আমি তাতেই হয়েছিলাম
পাগলপারা আত্মহারা ।
আবার দেখি এক সকালে
অসহায় মা যাচ্ছে ফেলে
পরিচয়হীন ছোট্ট শিশু
নির্জন সেই পাহাড় কোলে
লোকচক্ষুর অন্তরালে।
দেবশিশুটি কাঁদছে যখন
তার সে স্বরে
বিশাল পাহাড় উঠলো দুলে
প্রবল জোরে।
সেই সময়ে দেখতে পেলাম
এক মানবী নিল তুলে
দেব শিশুকে পরম মায়ায়
চুমোয় চুমোয় ভরিয়ে দিল
মায়ায়ভরা স্নেহের ছায়ায়।