নববর্ষ
জাকারিয়া মুহাম্মদ ময়ীনউদ্দিন.
রেজিস্টার্ড সোস্যাল সার্ভিস ওয়ার্কার, টরেন্টো, কানাডা
————-
নাইবা হলো পান্তা খাওয়া, নাই বা হলো ইলিশ,
ঘড়ে পরে থেকে ঘুমাই শুধু মাথায় দিয়ে বালিশ,
চারিদিকের যত মৃত্যু দেখিয়া পালিয়ে যায় যত মোদের আনন্দ,
দূর হয়ে যাক করোনা ভাইরাস, দূরে হয়ে যাক মোদের পশুত্ব
নিজেদের মাঝে ভুলিয়া দ্বন্দ্ব আজ বেছে নিলাম এই ছন্দ।
মৃত্যু ভয় কার না আছে, হোক না যত পাপী তাপি,
তাই বলে কি অনায়াসে মোরা করোনা ভাইরাস এর কাছে জীবন দিবো সপি ?
ওরে আয়, এসেছে সময় মন দিয়ে সবে ঈশ্বরের নাম জপি ,
একটুখানি হয়ে সচেতন , কাছা কাছি থাকা একেবারে বারণ
আচ্ছামতো সাবান দিয়ে ঘষে ধুয়ে নেই মুখ হাত
বাহিরে পরার কাপড় ছাড়িয়া পাতে নেই ডাল ভাত।
ডাক্তার ভাইদের কথা ভেবে ভেবে চোখে আসে লোনা জল,
বাজি রেখে জীবন দিচ্ছেন সেবা, আহা! মনে কত তাঁদের বল,
তোরা ধোনি যারা , কাড়ি কাড়ি টাকা অযথা উড়ায়ে, আপনকে করেছিস পর
তোদের কাছে করি এ মিনতি, গরিবের পাশে থাকার হোক না সুমতি
দানে নাহি ক্ষয়, মনুষত্বের জয় , ওরে মানবতাকে তুলে ধর, ওরে মানবতাকে তুলে ধর।