মোহাম্মদ আবুল হোসেন
তোমার মতো একটা কবিতা লিখতে চাই
ঠিক তোমার মতো
ঠিক তোমার হাসি, চোখ, মুখ, নাকের মতো
আর একহারা গড়নের মতো।
একটা কবিতা লিখতে চাই
তোমার অবয়ব, পায়ের তালু থেকে মাথা পর্যন্ত
যে কবিতা ঘ্রাণ ছড়ায় মানবীয় সুধায়।
ঠিক তোমার শাড়ির আঁচলের মতো উড়ন্ত
একটি কবিতা লিখতে চাই
যা বাতাসে দোলে, আন্দোলিত করে
আবিষ্ট করে জড়িয়ে রাখে তোমাকে।
তোমার নখের নেইলপলিশটার মতো
স্বপ্নবোনা একটা কবিতা লিখতে চাই।
কবিতা লিখতে চাই
সরলরেখার মতো তোমার আঙ্গুলের মতো
গলায় পরা ওই গজমতির হারের মতো
না হয় নাকের নোলকের মতো
অথবা কানে দোলানো ঝুমকোর মতো
কোমরে দোলানো কালো বেণিটার মতো।
আমি একটি কবিতা লিখতে চাই
ঠিক তোমার মতো সুন্দর হবে সে
নিজেই পড়বো সেই কবিতা
বিস্ময়ে চমকিত হবো-
এতোটা ভাল কবিতা লিখতে পারি এই আমি!