আমার দু’হাতে তোমার স্পর্শের গন্ধ লেগে আছে
গন্ধের সুবাসে
তাই এখনও আমি জীবিত।
আমার বুকে তোমার ঠোঁটের আকর্ষী লেগে আছে
আকর্ষীর সুবাদে
তাই এখনও আমি জীবিত।
ঘাসের নরম শিকড় ছিঁড়ে, অভিমানে … বাইরে চলে যাচ্ছ ? যাও তবে ।
অনেকদিন তো হলো সঙ্গে ছিলে ঘর-গেরস্তির সত্যি টুকু জড়িয়ে কবে ?
আকাশকে সাক্ষী রেখে নিশীথে সাজানো গোছানো মেহফিলে
তোমার মনপসন্দ একগুচ্ছ কবিতা পড়ে শোনাবার কথা নয়
তবু পড়ে চলেছি।আবেগ মুছে রুমালে। সবার তো সব পাওয়া নয়।
আলোর আশাতীত কাজলে
ক্রমশ হাওয়ার আস্পর্ধায় কবিতার ঝনৎকার ভেঙে নিভৃতে
পাগলের মতো খুঁজে যাচ্ছিলো চুকেবুকে যাওয়া ভালোবাসা।
দিনদুপুরের আড়ালে
দাঁড়িয়ে আছি আয়নার সমীপে আমাকে তোমার মতো করে নাও।
অন্ধকারে দুঃখের দিয়ার সলতে আগুনের আলোতে পুড়তে দাও।
আমার কষ্ট তোমার অন্তরের পর্দায় লেগে আছে
কষ্টের নিহিতে
তাই এখনও আমি জীবিত।