নরওয়ে থেকে:-
সত্য মিথ্যার সন্ধান খুঁজিনি।
খুঁজেছি শুধুই আলো।
অন্ধরাচ্ছান্ন ছিল চারিপাশ ! শুরুটা ছিলোনাতো ভালো।
স্বপ্নের পরে স্বপ্ন সাজিয়েছি , থামিনিতো কোনোদিন।
আশায় আশায় ছুঁড়েছি যে তীর, লক্ষ্যরা অন্তহীন।
পিপাসার্ত হয়েছি , ঠোকর খেয়েছি , পিছলে পড়েছি নিচে ,
বুক বেঁধেছি, থামিনিতো কবু, লক্ষ্যে যে যেতে হবে !
হতাশা আর অস্থিরতায় কেটেছে যে কতদিন ,
বেদনার্ত হয়েছি , বুঝিয়েছি নিজেরে , হইনিতো অন্তরীণ।
বিনিদ্র সব রাত্রিরা মোদের করবেনা হতাশ।
জানি শিগ্রই ভিড়বে যে তরী , আছে মোর দৃঢ় বিশ্বাস।