ঐ বিষ মাখা তীর!
A poisoned arrow!
***♣♠♥+++***+++-*+
ঐ বিষ মাখা তীর আমার বুকেই মারো,
অন্তর অক্ষত রেখে।
কিভাবে বলি তোমায়?
নিঃস্ফল ভালোবাসা কষ্ঠ দ্যায় না,
কষ্ঠকে বাড়ায়!
ঐ তীর কেবল আমার বুকেই মানায়,
রক্তক্ষরন ছাড়া,
কিভাবে বলি তোমায়?
নিঃস্ফল ভালোবাসা কন্ঠে সুর দ্যায় না,
কন্ঠকে ধরে চেপে!
Courtesy: LARA KEN GALERIE