ভাগ্যাকাশে কয়েকটি সিলমোহর আর কিছু করুণা ঢেলে দেয়া
ব্যস্… তারপরেই চালান…!
তবুও অবাক বিস্ময়ে আমি পৃথিবী দেখি
স্পর্শ করতে চাই, কৌতুহলে… মমতায়…
লাল রংয়ের এই মাটিগুলো আমার ভালো লাগে
কিন্তু প্রায়ই ওগুলো ছুটে এসে আমাকে আঘাত করে
আমি ব্যাথা পাই, আমি ওগুলোকে আবারও ধরতে যাই
আমি বুঝি না…!
আমি তাহলে এভাবেই থাকি না কেন…?
জীবনের খেদটা এখানেই না হয় থেমে থাক?
অবুঝের জন্ম অহংকারে…!

পৃথিবীটা এখনো যে আমার খুবই ছোট
ঝরে যেতে পারতাম বৃন্তেই যে কোন সময়
তা যখন হলো না সে কি আশীর্বাদ না…?
অভিশাপও যদি…
তবুও তো আমি কেবল এই একটি মানুষের কাছেই ঋণী
মা…!
পাখিও তার ছানাকে ঘরে রেখে আহার খুঁজতে যায়
কিন্তু আমার মা….?

নামে না হলেও, মায়ের শরীরে সেই স্হীর বৃত্তের পৃথিবীতে থাকতেই,
ক্ষুধাকে আমি চিনেছি হাড়ে মজ্জায়
আমার মনোজগতে এখন শুধু অনুচ্চারিত এক বিস্ময়…!
আর কিছুই জানিনা আমি এখনও
জানলে হয়তো ভাবতাম…
আমি যদি মানুষের বাচ্চা না হয়ে আফ্রিকার জঙ্গলে শিম্পাঞ্জির বাচ্চা হতাম
আমার মা হতো এক শিম্পাঞ্জি মা, তাহলে কি আমার মায়ের এমন কষ্ট হতো?
হয়তো আমার মায়ের এ অবস্হা দেখে কোন শিম্পাঞ্জি মায়ের বুকে করুণা জেগে উঠতো
হয়তো ভাবতো মানুষেরা এতোগুলো বছর শুধু পিছনের দিকেই হেঁটেছে…!?

যদি বেঁচে থাকি…
তাহলে একদিন দেখবো,
সৌধে সজ্জিত এই শহরের দেয়াল গুলোতে
আটকে পড়ে আছে আমার মায়ের রোদে সিদ্ধ শরীর
নক্ষত্রের ভেজা চোখের নীচে, নির্বাক অন্ধকারে ডুবে গিয়ে
প্রতি রাতে আমি আসব এই সব ইটের ভাটায়
তখনো বাতাসে ঘুরতে থাকা,
তার ঘর্মাক্ত সোঁদা দীর্ঘশ্বাস গুলোর সাথে আমি কথা বলবো
আমি আনুভূমিক হবো, আমি ক্ষমা চেয়ে নেবো তাদের কাছে

তোমরা তো পৃথিবীকে সভ্য বলো
কেন বলো…? আমি জানতে চাইনা
তবে আমি কিছু প্রশ্নের উত্তর চাই

তোমরা নিজেদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ জীব বলে দাবী করো
কেন করো…? আমি জানতে চাই না
তবে আমি কিছু প্রশ্নের উত্তর চাই

তোমরা তো সাড়ম্বরে বিশ্ব শিশু দিবস পালন করো
কেন করো…? আমি জানতে চাই না
তবে আমি কিছু প্রশ্নের উত্তর চাই

ঘটা করে তোমরা বিশ্ব মা দিবস, বিশ্ব নারী দিবস উদযাপন করো
কেন করো…? আমি জানতে চাই না
তবে আমি কিছু প্রশ্নের উত্তর চাই

পৃথিবীতে আমাদের মতো লক্ষ কোটি অভুক্ত নারী শিশু পড়ে থাকে আস্তাকুঁড়ে
অথচ বিলাসী ডিনার পার্টিতে তোমরা হাজার ডলার অপচয় করো
কেন করো আমি জানতে চাইনা
তবে আমি কিছু প্রশ্নের উত্তর চাই

আমার পেটের ক্ষুধা নিজের হাড় খেয়ে ফেলতে চায় অহরহ
অথচ…
বিলিয়ন ডলার ব্যায়ের পারমানবিক ক্ষেপণাস্ত্র গুলোতে,
মানবতার শিরোনাম লিখে তোমরা ছুঁড়ে মারো
আবার তোমরাই…
বিলাস বহুল জেটে ঘুরে ঘুরে মানবতার সেমিনার করে বেড়াও
কেন মারো…? কেনো করো…? আমি জানতে চাইনা
তবে আমি কিছু প্রশ্নের উত্তর চাই…
আমি উত্তর চাই.. আমি উত্তর চাই…

আমি জানতে চাই…
আমার ক্ষুধার গ্রাস কে কেড়ে নিলো?
আমার মাথার পরে পাহাড় সমান জন্ম ঋণ কে চাপিয়ে দিলো??
প্রতি মুহূর্তে মৃত্যুর মুখোমুখি আমার জীবনের এই রেখাটা কে টেনে দিলো…???
আমি জানতে চাই…

অন্য জন্মের কোন কথা নয়
আমি আমার এই জন্মের কথা জানতে চাই
আমি আমার এই পৃথিবীর কথা জানতে চাই
এই পৃথিবীতে আমি আমার অধিবাসের কথা জানতে চাই…

তোমরা যা খুশী করে বেড়াও, আমি জানতে চাইবো না
তবে আমার প্রশ্ন…
মানুষের হৃদয় দিয়ে তোমরা কি কখনো….
কোন এক মায়াবতী মায়ের নিঃশ্বতার গল্প শুনেছো…!?
অথবা বিষাক্ত জলে বন্দী হয়ে
সদ্য উড়তে শেখা কোন প্রজাপতির মৃত্যু বেদনার চিৎকার..!?
উত্তর দাও…।।
______ফরিদ তালুকদার… / জুন ১৬, ২০২০

 

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন