এই ইলেকট্রনিকস যুগে মানুষ ও ঔ যন্ত্রের মত হয়ে গেছে, মন বলে যে কিছু আছে ওটাকে সময় দেবার ও সময় নাই।
আমার বা আপনার মা – বাবাদের সময়টায় অনেক ভালো ছিল।।। যন্ত্রের মত ছিল না।।।

ঠিক “জহির রায়হান ” এর হাজার বছর ধরে উপন্যাস এর মত ছিল জীবন। মকবুল এর মত জীবন কাহিনী ঔ সময়ে কম থাকলেও আজকালকার এই অত্যাধুনিক যন্ত্রের যুগে মকবুল এর সংখ্যা অনেক বেড়েছে।
তখনকার সময়ে তেমন কিছুই ছিল না অথচ অপরিচিত দুজন মানুষের মাঝে সম্পর্কটা ছিল মধুর।
আর আজ সম্পর্কের কোন ঠিক নাই। এই আছে এই নাই। সম্পর্ক যেন একটা মজার কিছু।

বিয়েটা যেন একটা পুতুল খেলা।
কিছুদিন থাকলাম তারপর ভেঙে নতুন করে গড়লাম।
একজন এর সাথে সংসার করার মধ্যে অন্য একজন এর সাথে নতুন করে সম্পর্ক তৈরি করার অর্থ বুঝি না। বেশির ভাগ ছেলেদের এই সমস্যা।
আবার মেয়েদের ও সমস্যা আছে বিবাহিত পুরুষ যেনেও তার সাথে সম্পর্ক সৃষ্টি করে। এটা একটা মেয়ে হয়ে বলতেও খারাপ লাগে যে একজন মেয়ে আরেক জন মেয়ের সংসার ভাঙে, স্বপ্ন ভাঙে, সম্পর্ক ভাঙে।

অনেকের উগ্র চলাচলের জন্য বিপদে পড়ে।
আবার অনেক ছেলে আছেন যারা উগ্রটাকে পছন্দ করে ঘরের মানুষটির সাথে বাজে ব্যবহার করে, কেন ঔ মেয়েটির মত তুমি না।

আচ্ছা এক জন এর মত আরেকজন কি কখনও হয়? মানুষের চরিত্র এতটাই বিচিত্র কেন ?


অপমান নিয়ে সংসার করতে পারলে সে মেয়েটি খুব ভালো, চোখের সামনে অন্য একজন এর সাথে মেলামেশা করতে দেখার পরও চুপ করে সহ্য করতে পারলে আহা বউ আমার কত্ত ভালো। আর যেই না এর প্রতিবাদ করলে ওমনি দুনিয়ার সবচেয়ে খারাপ মেয়েটি হল সে।।।
তাকে এতটাই নিকৃষ্ট করা হয় যে সে হয় মৃত্যুপথ যাত্রী হয় না হলে নিজের সম্মান রক্ষার্থে পরিবারের সম্মান এর ক্ষেত্রে সরে যায় সব কিছু থেকে। তাতেও রক্ষা নাই দোষটি ওই মেয়েটির।
আমাদের সমাজ ব্যবস্থা এতই খারাপ যে মেয়েটির দোষ দিতে একটুও পিছপা হয় না।।। দোষটি কার সেটাও দেখে না।
মেয়েটি একটা সাইনবোর্ড, যে সে সংসার করতে পারে নাই।
তাকে একমাত্র পরিবার ছাড়া সবাই সামনে একটা ছলনার মায়া দিয়ে উপহাস করে।।।

আজকাল ডিভোর্স ডাল ভাত হয়ে গেছে।
আসলেই কি একটা সম্পর্ক শেষ হয় একটা মেয়ের জন্য ?
এর জন্য কি পুরুষ কখনওই দায়ী হয় না ?
সমাজ কেন একপক্ষ বিচার করে ?

একটা মন ভাঙা, একটা স্বপ্ন শেষ করার কি কোনই মূল্য নাই ???
সত্যি বলতে একজন ডিভোর্স ছেলে হয়েও আবার সে বিয়ে করে।
আর ডিভোর্সি মেয়েকে বিয়ে না উপহাস করে করুনা করে…

হায়রে সমাজ ব্যবস্থা আর সমাজ মানুষের নিচু মন মানুষিকতা ***

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন