ভাঙা স্মৃতি, ছেঁড়া স্বপ্ন, দোমড়ানো খেলাঘর
ছেঁড়া আকাশ, ভাঙা কাঁচ,
আলোর অন্ধকার আমাকে কোথাও খুঁজে পাচ্ছি না
আজ আমার যেখানে থাকার সম্ভাবনা ছিল!
আচ্ছা এই সম্ভবত, সম্ভব বা সম্ভাবনা কথা কোন কোন খাতে অর্থাৎ কোন কোন কাজে বা কি অর্থে এবং কোন কোন বিষয় বস্তুর আগে-পিছে ব্যবহার হয় ?
সব খানে খুঁজছি কিছুক্ষণ যাবত খুঁজলাম কোথাও পাচ্ছি না এখন কি আমি নেই ?
আমার আত্মা তাহলে কোথায়?
আত্মা যদি থাকে ডোবা নালায় তবে পঁচা গলা গন্ধ, আত্মা যদি থাকে চার পেয়ালায় তবে সুগন্ধ
তাহলে কি আজ কোথাও ছিলাম না আমি!
নাকি দিকহীন পথহীন গোল গোল রহস্যের জাল , নৈস্বর্গিক চেতনায় ডুবে পাকা খেলোয়াড় এর মত ডুবুরি সাঁতার
শূন্যতার পাল উড়িয়ে দিয়ে যাচ্ছি, ফরফর আওয়াজে পাতাকা উড়ছে বিজয়ী বেশে ভালো থাকার দোহাই দিয়ে অভিশাপ স্বরূপ
যেখানে আমার শেষ ঘন্টার ঢংঢং পিটিয়ে বলছে চলে যাও, যাও যাও, একমূহূর্ত নয় সময়ের কোন দিন রাত্রি নেই
তখন আমাকে চিনে না কেউ, নাহ্ নাহ না চিনে নামের বেশে, না চিনে এই দৈহিক গঠনে
নতুন নামে
কেউ বলে লাশ, কেউ বলে মরা
জগৎ সংসার নেই, নেই প্রেম, নেই একটুকরো ভালোবাসা , মায়ার বন্ধন!
সংসার, প্রেম এবং মায়া লাশকাটাঘরে ছেঁড়া ছেঁড়া গলানো মনে সেলাই এর সুইঁসুতো টানা।

~উড়ে যাক বকপক্ষী

~নীলিকা নীলাচল

২৭/০৯/২১

১৫ঃ৩০

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন