নরওয়ে থেকে:-

যে সকল বাংলাদেশিরা স্টুডেন্ট ভিসা নিয়ে নরওয়েতে পড়ালেখা করতে আগ্রহী, ফেসবুকে নিম্নুক্ত পেজ ফলো করতে পারেন,, যেখান থেকে আপনারা নরওয়েতে পড়ালেখার ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন। HigherStudyAbroad@ChapterNorway.
তবে উন্নত কোনো দেশে পড়ালেখা করলেই যে আপনি সুশিক্ষিত হতে পারবেন কিংবা ভালো কোনো চাকরি পাবেন তার কোনো গ্যারান্টি নাই , সুশিক্ষিত হয়ে উঠা কিংবা ভালো কোনো চাকরি পাওয়া সম্পূর্ণ আপনার পারফরম্যান্সের উপর নির্ভর করে। বাংলাদেশের কোনো গ্রাম থেকে উঠে এসেও, বাংলাদেশের সাধারণ কোন উনিভার্সিটিতে পড়ালেখা করেও আপনি বিশ্বের নামি দামি যে কোনো প্রতিষ্টিত কোম্পানিতে সহজেই কাজ পেতে পারেন। সুশিক্ষিত হয়ে উঠা , ভালোভাবে জীবন পরিচালন করতে পারা, ভালো কোনো প্রতিষ্টানে কাজ করতে পারা সম্পূর্ণ আপনার ব্যাক্তিগত পারফরম্যান্সের উপর নির্ভরশীল। ভালো থাকতে চাইলে বাংলাদেশেও ভালো থাকা যায় , আর ভালো থাকার কৌশল না জানলে লন্ডনে থাকেন কিংবা মন্ট্রিলে থাকেনই না কেন ,, কোনো সময়ই ভালো থাকবেন না। মনে রাখবেন , প্রবাসে যাদেরকেই ভালো অবস্থানে দেখতে পাচ্ছেন , তারা কিন্তু ফাও ফাও ওই অবস্থানটা পাননি। সুইডেন , ডেন্মার্ক্, নরওয়ে, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া , আমেরিকা যেখানে যে বাংলাদেশিরা ভালো আছেন, তারা সবাই নির্ভার পরিশ্রম দিয়ে সে জায়গাটা অর্জন করে নিয়েছেন। ভালো থাকার জন্য লক্ষ্য থাকা লাগে। বর্তমানের এই প্রতিযোগিতাময় বিশ্বে লক্ষ্যহীন, নিস্কর্মা মানুষের পক্ষে ভালো থাকা অসম্ভব।
সবার জন্য শুভ কামনা রইলো।

ফেসবুক লিংক:-

https://www.facebook.com/groups/hsanorway/

 

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন