নরওয়ে থেকে:-
রাঁধুনির চায়ে কেমন জানি মোহনীয় একটা স্বাদ ছিল,
যেমনটা ছিল প্রণব, তানভীরদের মায়াজালে,
প্রায় ১৩টা বৎসর চলে গেছে মহাকালের পৃষ্টা থেকে,
সিলেটের সেই ছেলেগুলোর বেশিরভাগই সিলেটে নেই আর,
প্রেমিক পুরুষ তানভীর, প্রণব দুজনই আমেরিকায় –
সিলেটে গলিগুলো এখনো ওদের জন্য মেয়েদের আর্তনাদে ভরা,
পাড়ার যে মেয়েগুলো নাক সিঁটকাতো নিত্যদিন,
সংসারী হয়ে যাওয়া সেই মেয়েগুলোই স্বপ্নচারিনী হয়ে আমাদের খুঁজে বেড়ায়।
দিন চলে যাবার হাতধরে দুরন্ত ছেলেগুলো অনেক সুবুদ হয়ে গেছে আজ ,
সিলেট, লন্ডন, নিউইয়র্ক, প্যারিস, বার্লিন, রোম, অসলো, কিংবা স্টকহোমে ব্যস্ত জীবন তাদের ।
দিন চলে যায়, মাঝখানে শুধু অনেক বৎসরের ব্যবধান,
ফেলে আসা দিন, ছেড়ে দেয়া সেই হাত, সীমারের ছুরির মতো সেই নির্মম চোখগুলো হাতছানি দিয়ে আজও ডাকে,
পাড়ি দিতে ইচ্ছে করে আটলান্টিকের জল,
অনুভব করতে ইচ্ছে করে রাঁধুনির আড্ডা,
খুঁজে পেতে ইচ্ছে করে ফেলে আসা বন্ধুত্ব ,
আর ফিরে পেতে ইচ্ছে করে হারিয়ে যাওয়া রংবেরঙের সেই দিনগুলোকে।
ভালো থেকো প্রাণের শহর,-
ভালো থেকো প্রিয় বাংলাদেশ,
ভালো থেকো হারিয়ে যাওয়া প্রেম আর ভালো থেকো চিরচেনা মুখগুলো।