যারা নিয়মিত বিভিন্ন job পোস্টিং এর উপর নজর রাখেন তারা হয়তো এই information টি already জানেন। আবার অনেকে আছেন যারা এখনো জানেন না। এই posting আবেদন করার শেষ দিন ৩০ এ November অতএব হাতে খুব কম সময়। এটি entry level job হিসাবে Social Service Sector- এ খুব ভালো job. বেতন বছরে প্রায় ৬০,০০০ ডলার থেকে শুরু। আপনার Social Work Degree বা University Degree- র দরকার নেই , just একটি Social Service Diploma এবং low income বা marginalized people দের নিয়ে কিছু কাজের অভিজ্ঞতা থাকলেই হলো। যদি আপনার SW বা University Degree থেকে থাকে তাতেও কোনো অসুবিধা নেই। অনেক আগে আমি নিজে ৩ বার written পরীক্ষায় ফেল করে তার পর পাশ করেছিলাম এবং বর্তমান কাজের আগে কিছু দিন কাজ ও করেছি, তাছাড়া বেশ ক এক বছর Ryerson University –র একটি Bridging প্রোগ্রাম –র সাথে এই পদে পরীক্ষারথীদের নিয়ে workshop করেছি এবং সেই অভিজ্ঞতার আলোকেই এ লেখা। আমার থেকে আরো অনেক information অনেকের জানা থাকতে পারে , তাদেরকে আবেদন জানাছি এই blog টিতে information share করার জন্য।একটু বলে রাখি , আমরা এর আগে সিটির যে PT job এর কথা লিখেছিলাম, তাতে আমার জানা মতে ৫/৬ written test দিয়েছিলেন এবং অন্তত একজনের selection এর শেষ পর্যায়।
আমি বর্তমান posting এর লিংক এখানে দিস্চি।আপনারা City of Toronto-র website –এ গিয়ে Current Employment Opportunity তে click করলে পোস্টিং টি দেখতে পারবেন। পোস্টিংটি ওপেন করলে একদম নিচে ডান দিকে Apply Now তে click করে online –এ apply করতে হবে। Job requirement এর গাদা গাদা লেখা দেখে বিচলিত হবেন না কারণ আমার খুব গভীর ধারণা, যদি কারোর মোটা মুটি professional কাজ করার মতো English এর দক্ষতা থাকে তাহলে সে এ কাজ খুব ভালো ভাবে করতে পারবে। উল্লেখ আমার office –র client দের কাজের জন্য এই ধরনের worker দের সাথে প্রায় যোগাযোগ হয়, অতএব আমার আপনাদের প্রতিও confident আছে। আর কেউ যদি written পরীক্ষায় বসার আমন্ত্রণ পান তাহলে আমরা যারা এ বেপারে অভিজ্ঞ তারা আপনাদের সহযোগিতা করতে পারব। সাধারনত প্রথমে ওরা resume স্ক্রীনিং করে, তার পর written –এর জন্য ডাকে, এর পর মৌখিক , এবং তার পর একটি computer test যেটা খুবই সাধারণ, সব শেষে reference check. প্রতি বছর কিছুটা পরিবর্তন হয় তবে খুব বেশি না। আপনার কোনো প্রশ্ন থাকলে এই ব্লগের commentএ গিয়ে লিখুন আমরা চেষ্টা করব clarify করার। নিম্নে দেওয়া হলো এদের লিংক। আওনার সার্চ বার এ গিয়ে লিংক টি কাট এন্ড পেস্ট বা type করলে পোস্টিং টি দেখতে পাবেন অথবা সরাসরি City অফ Toronto- র employment সাইটএ যেতে পারেন।
আশা করব যাদেরই নুন্যতম qualification আছে এবং বর্তমানে jobless অথবা underemployment তারা এই পদটিতে apply করবেন। যেহেতু এটা সিটির job (local Govt ) তাই এন্ট্রি লেভেল হলেও benefit package খুব ভালো। আর one year temporary দেখে চিন্তার কোনো কারণ নেই, এই এক বছরে আপনার performance ভালো হলে আপনি পার্মানেন্ট হোএ যাবেন।
সবাই ভালো থাকুন।
ধন্যবাদ।
মুকুল
টরন্টো , কানাডা
নভেম্বের ২৪, ২০১৫
ধন্যবাদ মুকুল ভাই, সময়উপযুগী, দরকারী এই তথ্যের জন্য.
shagotom hasan bhai. amar nijer success er pichone onek loker abodan ache tai chesta kori kichu holeo back korte. doa korben.