প্রতিটি সদ্য ভূমিষ্ঠ শিশুকে প্রথম যে কাজটি করতে হবে, তা হলো তাকে কাঁদতে হবে। সে না কাঁদলেই সমস্যা ।
ডাক্তার, নার্স, দাইমা, মা, বাবা, আত্মীয় স্বজন সবাই চিন্তায় অস্থির !!! কেন সে কাঁদছে না ?
কান্নাকাটি করলেই তো সে সুস্থ এবং স্বাভাবিক হিসাবে গণ্য হবে । না কাঁদলেই দুশ্চিন্তা, মহা দুশ্চিন্তা !!!
তো, শুরু হলো জীবন সবার আকাঙ্ক্ষিত কান্না দিয়েই ।
অতঃপর চলমান কান্না প্রক্রিয়া…..
* ক্ষুধার জ্বালায় কান্না ।
* ব্যথার জ্বালায় কান্না ।
* পছন্দ না হওয়ার জন্য কান্না ।
* খেলনার জন্য কান্না ।
* পোষাকের জন্য কান্না ।
* আবাসের জন্য কান্না ।
* ব্যক্তি এবং জাতিগত স্বাধীনতার জন্য কান্না ।
* পার্থিব বস্তু না পাওয়ার জন্য কান্না ।
* আবার আকাঙ্ক্ষা পূরণের পর খুশীতে কান্না ।
* ভালোবাসা পাওয়ার জন্য কান্না ।
* ভালোবাসা পেয়ে অতি আবেগে কান্না ।
* ভালোবাসা হারিয়ে অথবা প্রতারিত হয়ে কান্না ।
* বিধাতার কাছে চাইতে গিয়ে কান্না ।
আরো হরেক রকমের কান্না…….
অতএব, যতক্ষণ আমি পৃথিবীতে আছি, কোন না কোন কারণে আমাকে কাঁদতে হবে ।
হোক তা সরবে, সবার সামনে, অথবা, নিরবে নিভৃতে…..আমাকে নিয়ে আমাকেই ।।।।
ছবি:-সৌজন্যে You Tube