টরোন্টোতে প্রবাসী বাংলাদেশীদের নিয়ে একটা সাইকেল রেসের আয়োজন করা হলো।
যার চূড়ান্ত পর্যায়ে এখন ছয় জন প্রতিযোগী আছেন।
এই মুহূর্তে ছয় জনের অবস্থানের একটা সূত্র দেওয়া হলো।
– কেটে মিয়া , যার পোশাক নীল, ঠিক গোপালগন্জের প্রতিযোগীর পেছনে।
– সাদা পোশাক পরা প্রতিযোগী ঠিক হুমায়ুনের পেছনে এবং সিলেটের প্রতিযোগীর সামনে।
– নোয়াখালীর প্রতিযোগীর পোশাকের রং লাল।
– সবুজ পোশাকের প্রতিযোগী, যে মনির নয়, রয়েছে চতুর্থ অবস্থানে।
– হাসান রয়েছে বরিশালেরর প্রতিযোগীর ঠিক পেছনে, তবে বরিশালেরর প্রতিযোগী তৃতীয় অবস্থানে নয়।
-আবার মুকুল রয়েছে পিরোজপুরের প্রতিযোগীর ঠিক সামনে।
– হাফিজের অবস্থান দ্বিতীয়।
– হলুদ পোশাকের প্রতিযোগীর সামনে রয়েছে আরো দুই প্রতিযোগী।
– বাকি একজনের পোশাক কালো এবং একটি জেলা ঢাকা।
বলুন তো ওই মুহূর্তে কার অবস্থান কোথায়, কার পোশাক কোন রঙের এবং কে কোন জেলার লোক?
(চেষ্টা করুন … সঠিক উত্তর আগামী সপ্তাহে দেয়া হবে)
উত্তর:-
১. নোয়াখালী – হুমায়ুন – লাল
২. বরিশাল- হাফিজ – সাদা
৩. সিলেট- হাসান – হলুদ
৪. গোপালগ্ন্জ- মুকুল – সবুজ
৫. পিরোজপুর- কেটে মিয়া – নীল
৬. ঢাকা – মনির – কালো