প্যারিস থেকে:-
ব্যবসা বাণিজ্য সবসময় একা করা ভালো কোনও জবাবদিহীতা নেই। সন্দেহ নেই, নিজের পূর্ণ্য স্বাধীনতা থাকে ব্যবসায়ে। যৌথ কোম্পানী অতি সহজে করা যায়। কিন্তু প্রথমত খুব ভালো লাগে অংশীদার কে! কিছুদিন পরে সন্দেহের দানা বাধতে থাকে মনে! অংশীদার স্থির করেন মনে মনে কি ভাবে যৌথ ব্যবসায়ীক বন্ধুরে ধোকা দিয়ে এই ব্যবসায়ের সবকিছু নিজের নামে করে নেওয়া যায়। পরিচিত কাউকে দিয়ে সফল না হলে সন্ত্রাসীদের দিয়ে পেশী শক্তির দ্বারা নিয়ন্ত্রন নিতে দেখা যায় বর্তমান যুগে তাই হচ্ছে। বর্তমানের এই যুগে নতুন প্রজন্মের সবাই চেষ্টা করবেন এককভাবে ব্যবসা বাণিজ্য করার। সার্থের টানে কাছের বন্ধুও শত্রু হয়ে যায়। তাইতো অনেক বেশী চিন্তা ভাবনা করে ব্যবসা বাণিজ্য করবেন। বর্তমান সময়ে শত্রু চেনা বিষম দায়!!!