প্যারিস থেকে:-

সামনে প্রশংসা করেন পিছনে বদনাম?
দ্বৈতনীতি থেকে বাহিরে আসা উচিত আমাদের সমাজের মানুষের।

কোনো কথা গোপনীয় থাকে না আজ যাহাকে আপনি বিশ্বাস করে কথা বলবেন।
কাল সে আপনার বলা কথা আপনার প্রতিদ্বন্দ্বীকে বলে দিয়ে আপনার জীবন অশান্ত করে তুলবে।

বিশ্বাসী মানুষসদৃশ মানুষ আছে চারপাশ-ঘেরা কিন্তু আসল বিশ্বাসী মানুষের বড় অভাব আমাদের সমাজে।

মানুষ তাহার প্রয়োজনে আপনাকে কাছে ডাকেন। আপনার সাহায্যে তাহাদের জীবন রঙ্গীন হয়ে যাওয়ার পরে ভুলেও আপনার খোজ খবর নেন না।
অকৃতজ্ঞতা বোধবুদ্ধিশূন্য হওয়া মানুষকেই মানায়। মাঝে মধ্যে ফেসবুকের কল্যাণে দেখতে পাই পশুজগতের মধ্যে কৃতজ্ঞতাবোধ অনেক বেশী।
এক মহিলা একটি সিংহসাবকে ছোটবেলা লালনপালন করেছিলেন। ছয় বৎসর পরে যখন তাহাদের চিড়িয়াখানায় দেখা হয়েছিল।
তখন সিংহ তার লালনপালন কারিনীকে আপন মায়ের মতো বুকে জড়িয়ে নিয়েছিল আর কান্না করেছিল।

মানুষ তার প্রয়োজন ফুরিয়ে গেলে উপকারী বন্ধুকে ভুলে যায় কিন্তু পশুজগত তার উপকারীকে কখনত্ত ভুলে না।

 

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন