দুবাই থেকে:-
আকাশ সমান ব্যথা নিয়ে কষ্টে আছো তবু হাসছো বটে কেউকি সেটা বুঝতে পারে ?
কান্নাকে আজ হার মানিয়ে সাগরকে তুমি দিয়েছো নোনা জল,
কষ্টগুলো শক্তি হয়ে দিয়েছে শুধু তোমায় মনবল।
আর কতকাল বাঁচবে তুমি কষ্টবুকে নিয়ে,
তাই বলে কি হাসবে তুমি দুঃখ বুকে নিয়ে?
তোমার হাঁসির মানেটা কি কেউ কখনো বুঝতে পেরেছে,
কিসের তরে আছো বেঁচে কেউকে জেনেছে ?
যেই বয়সে হাঁসতে তুমি প্রাণটি খুলে,
খেলতে তুমি প্রাণ জুড়িয়ে, নীল দিঘিতে ঝাঁপ দিয়ে,
খুশির স্রোতে ভাসিয়ে দিতে নিজের দেহ মন,
সেই বয়সে কষ্ট তোমায় গ্রাস করেছে,
বুঝলোনাতা কোন আপনজন।
আর কিছু নয় একটু খানি কষ্ট শুধু আমায় দিয়ে যাও,
হয়তো আমি কেউ নোইগো তবু তোমার কষ্ট নিতে দাও
আকাশ বাতাস নদী নালা সবার আছে মনের জ্বালা,
আমিও আছি তেমনি বেঁচে তবুও চাই সঙ্গী হতে,
আর কিছু নয়, একটুখানি কষ্ট দিবে ?
পাহাড় সমান কষ্ট নিয়ে বেঁচে আছো জীবন নামক এক অন্ধকার অধ্যায়ে,
আকাশ সমান ব্যথা নিয়ে কষ্টে আছো তবু হাসছো বটে কেউকি সেটা বুঝতে পারে ?
কান্নাকে আজ হার মানিয়ে সাগরকে তুমি দিয়েছো নোনা জল,
কষ্টগুলো শক্তি হয়ে দিয়েছে শুধু তোমায় মনবল।
আর কতকাল বাঁচবে তুমি কষ্টবুকে নিয়ে,
তাই বলে কি হাসবে তুমি দুঃখ বুকে নিয়ে?
তোমার হাঁসির মানেটা কি কেউ কখনো বুঝতে পেরেছে,
কিসের তরে আছো বেঁচে কেউ কি জেনেছে?
যেই বয়সে হাঁসতে তুমি প্রাণটি খুলে,
খেলতে তুমি প্রাণ জুড়িয়ে, নীল দিঘিতে ঝাঁপ দিয়ে,
খুশির স্রোতে ভাসিয়ে দিতে নিজের দেহ মন,
সেই বয়সে কষ্ট তোমায় গ্রাস করেছে,
বুঝলোনাতা কোন আপনজন।
আর কিছু নয় একটু খানি কষ্ট শুধু আমায় দিয়ে যাও,
হয়তো আমি কেউ নোইগো তবু তোমার কষ্ট নিতে দাও।
আকাশ বাতাস নদী নালা সবার আছে মনের জ্বালা,
আমিও আছি তেমনি বেঁচে তবুও চাই সঙ্গী হতে, একটু হলেও কষ্ট নিয়ে হোতে যে চাই তোমার খুশির সকাল বেলা।
আর কিছু নয় একটুখানি কষ্ট দিয়ো, তোমার পাশে থাকতে দিও,
মন ভরিয়ে খুশি দিবো, আদর দিয়ে সোহাগ দিবো,
অন্ধকারের বাতি হবো, শীতের রাতের কাঁথা হবো,
বৃষ্টি মাথায় ছাতা হবো, সাগর পাড়ের নৌকা হবো,
চিরল দাঁতের হাঁসি হবো, কান্নাটাকে ভুলিয়ে দিবো,
খুশির রাজ্যের রানী বানিয়ে, তোমার জন্য রাজা হবো,
শুধু, একটুখানি কষ্ট দিয়ো।
আর কিছু নয় একটুখানি কষ্ট দিও…