প্যারিস থেকে:-
বছর ঘুরে প্রতি বছর আসে নববর্ষ? পক্ষে বিপক্ষে কথ কথাকাটাকাটি হয় সামাজিক মাধ্যম ফেসবুকে এই বৈশাখ পালন নিয়ে। সামাজিক উন্নয়নসাধন কি কি হলো গত এক বছরে এই নিয়ে কেউ কথা বলেন না।
সবারই ভাবনাচিন্তা পড়ে থাকে নববর্ষ নিয়ে। অন্যায় অনিয়ম নিয়ে যাহাদের কথা বলা উচিত তাহারা সবাই আজ অজানা কারনে চুপ ? গুরুত্বপূর্ণ অনেক বিষয ও কাজ আছে যেগুলি সমাধান হওয়া অতি জরুরী রাষ্ট্রীয় ভাবে।
যেটি নিয়ে কথা বলা দরকার সেটি নিয়ে কেউ ভাবনাচিন্তা করেন না। যে বিষয় কম গুরুত্বপূর্ণ সেটি নিয়ে সবাই ব্যস্ত ! দুঃখজনক ভাবে বলতে হয় সবাই নিজস্বকরণ নিয়ে ব্যস্ত কেউ চায় না দেশের মানুষের মৌলিক অধিকার ও সামাজিক উন্নয়ন হোক।
এইসব নীতি নিয়ে সবাই চলতে থাকলে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে দয়াবান হয়ে ভাবুন সবাই। আপনারা যদি আপনাদের পরবর্তী প্রজন্মের জন্যে নিরাপদ একটি দেশ উপহার দিয়ে যেতে না পারেন।
তাহলে এই ব্যথিত হৃদয় নিয়ে মৃত্যুকালীন শান্তিময় মৃত্যু যেন হয়। তার জন্যে মৃত্যুর আগে আগে দেশের জন্যে দেশের অসহায় গরিব মানুষের কাজ করে পরকালীন শান্তিময় জীবনের ব্যবস্থা করুন।