ফাগুনের শুরু, ফেমেলী দিবস আর বসন্তের আগমনে দৈনন্দিনের সব ক্লান্তি কাটিয়ে জড়ো হয়েছিলেন সব প্রত্যয়ী শিল্পী সুভাকাংখী ও কর্মকর্তাবৃন্দ। উপস্থিত সকলের প্রাণবন্ত ও উচ্ছলিত বাসন্তী সাজে রাতের কানাডিও বৈরিতাকে করে তুলেন প্রাণবন্ত ফাগুনের উচ্ছলতাপূর্ন মোহনায়। আগত অতিথিদের স্বহস্তে ও নৈপুণ্যে তৈরী দেশীয় মুখরোচক ভর্তা, স্পেশাল খিচুড়ি, বৌ ক্ষুদা, পিঠা-পুলি ও মিষ্টান্নসহ নানাবিধ খাবারের সাথে ছিল মুন্নী ও আফজাল সোবাহানী যুগলের হৃদয় উজাড় করা গজল, প্রত্যয় প্রতিষ্ঠাতা সভাপতি জনাব ওমর ফারুক ভাই ও আজিজা ভাবীর প্রাণবন্ত রাংগামাটির রাংগা গান। আরো ছিলো কানাডা উদিচি খ্যাত ও লালন সাধিকা শ্রদ্ধেয়া জুই আপা, নতুন প্রজন্মের রানা ভাই ও প্রাণউচ্ছল মমো কাজী সহ সকলের স্বকীয় পরিবেশনা।
অনুষ্ঠানটি সার্বিকভাবে ধন্যবাদ দিয়ে উপস্থাপনা করেন টরন্টোর গান্ধীজি খ্যাত জনাব বনি আব্রাহাম। প্রত্যয় প্রতিষ্ঠাতা কামরু ভুঁইয়া ও মৌ ভাবীর সার্বিক তথ্যাবধানে প্রত্যয় কার্যালয়ে “ফাগুনেরো মোহনায়, বসন্তেরই মিলন মেলায়“ প্রত্যয়ী আয়োজন সফলতার সহিত সম্পন্ন হয়। অনুষ্ঠান স্বকৃয়ভাবে উপস্থিত ছিলেন হুসনেআরা মনি, রাজিয়া লিপি, সনি মীর, মনি, বকুল, কল্পনা ও কবির বক্সি, জনাব শরীফ চৌধুরী ও পরিবার, কনা ও ডলি আপা। অনুষ্ঠানের শেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন মৌ বেগম।