পার্থ, অষ্ট্রলিয়া থেকে:-
কৈশোরে বই ছিল আমাদের বিনোদন।
আশির দশকের কথা । সেকালে বই সহজলভ্য ছিল না । হাইস্কুলে লাইব্রেরী থেকে সপ্তাহে একটা বই তুলতে পারতাম । মফস্বলের গণগ্রন্থাগারে সাতাশ টাকা দিয়ে সদস্য হয়েছিলাম, মাসিক চাঁদা দুইটাকা । মোটে একটা বই তোলা যেতো এক সাথে । পড়া শেষে জমা দিলে আরেকটা ।
একের পর এক বই পড়ে যেতাম – ফিকশন, নন-ফিকশন, সায়েন্স ফিকশন, ওয়েস্টার্ন, রম্য রচনা, জীবনী । সেইদিনগুলো আজ স্বপ্নের মতো লাগে । সুন্দর স্বপ্ন !
প্রবাসের কর্মব্যস্ততায় কৌশরের দিনগুলো ফিরে পেতে ইচ্ছে করে । পরবাসী এই জীবনে পরবাসী ব্লগ যেন কৌশরের স্বপ্নের দিনগুলো ধরে রাখে । এর প্রথম বছর পূর্তিতে আমার শুভেচ্ছা । পরবাসী ব্লগের সকল লেখক, পাঠক এবং ব্যবস্থাপনায় যারা আছেন সবাইকে শুভেচ্ছা ।