মিথ্যা একদা উপহাস ছলে নিরালায় পেয়ে সত্যকে কহে
‘হে সত্য, চরিত্রের অহমে পড়েনা পা মাটিতে,
তোমার জ্বালায় না পারি টিকিতে
হলপ করে বলতো আমায় তুমি আসলে কে হে।’
শুনিয়ে গম্ভীর মুখে সত্য বলে
‘ও হে মহা মূর্খ মিথ্যা, আমি বলি তবে,
যা কিছু দেখিস দু চোখ দিয়ে
যা কিছু ঘটে এই ধরণীতে, সেথায় আমি থাকি যে মিশে।
মিথ্যা এবার ঈষৎ হেসে কহে সত্যকে
‘যা দেখো ও শুনো তা অসত্যও হতে পারে,
হ্যালুসিনেশনে মিথ্যাকে দেখি, দূর থেকে বা উঁচু থেকে সবই একই যে দেখায়
তাহলে বলতো চোখের দেখায় সত্য কি প্রমান হয় ?’
বিরক্ত মুখে সত্য কহে এবার
‘তুই মিথ্যা, পাপী তাপি, করিস অনাচার,
সাধু লোকে তোকে করে না যে ভয়
সত্য করে দে দেখি বাপু তোর পরিচয়।’
মিথ্যা বলে, ‘তাই বলি আমি শোনো হে সত্য ভাই
তোমাতে আমাতে তফাৎ যে মোটেই নাই,
আমি প্রেম, আমি ভালোবাসা, আমি জগৎ সংসার
সম্পত্তি, টাকা পয়সা, লোভ লালসায় সবই পুড়ে করি ছারখার।’