শোক প্রস্তাব গুলো অনুচ্চারিত থাক এখনো
এখনো তো এই জনপদ জড়িয়ে থাকে হৃদয়ের ঘ্রাণে
এখনো তো একটা আকাশ—
তার সব উদারতা নিয়ে উন্মুখ হয় সবুজের টানে
শোক প্রস্তাব গুলো তাই—
অনুচ্চারিত থাক এখনো!
ঘুমন্ত পৃথিবীতে ঘূর্ণির নিঃসঙ্গ বাতাস আমি—
স্থীর রেখায় এখনো পড়ে থাকি এক নিরুত্তাপ বলয়ের পাশে
এখনো তো হেঁটে যেতে পারি লক্ষ বছর—
বিক্ষিপ্ত মনের সব অঙ্গনে পুষে রেখে এক পাথর মানবীর শাসন
ভালোবাসা খুঁড়ে এখনো আবিস্কার করি
জলধির নীচে অগ্নুৎপাতের বিপুল আয়োজন
অসীম কোলাহলে জেগে ওঠা হৃদয়ী তৃষ্ণার নিরন্তর ঝড়!
শোক প্রস্তাব গুলো—
তাই অনুচ্চারিতই থাক এখনো!
কতোটা সময় গেলে সহজ হয়ে যায় হৃদয়ের ছুটি?
কতোটা অবহেলা, কতোটা উপেক্ষা তিমিরের বেলা,
নির্ঘুম রাতের চোখ বেয়ে নেমে আসা অনাদি বিষণ্ণতা…
কতোটা? কতোটা??
আমি যে এখনো জানি না কিছু—
আমি যে এখনো জানি না—
কতোটা পথ শেষে জানা হয় জলের ক্যানভাসে আঁকা এক হৃদয়
তার প্রতিবিম্বের ছায়াপথ!—
বুকের স্লেটে, কালো হরফের শোক প্রস্তাব গুলো তাই—
অনুচ্চারিতই থাক এখনো!!