জীবনের সিঁড়ি বেয়ে বেয়ে ক্লান্ত হই,
জ্বলন্ত সে সিঁড়ি ।
ইচ্ছে হয়, বোধের দুয়ারে আঘাত করি,
ভেঙে ফেলবো বলে,,,,,পারিনা।
ভালবাসা আর মমতা ভরা স্মৃতির সিন্দুক,
হাতছানি দিয়ে ডাকে।
নির্লিপ্ত চোখে,
নিস্তব্ধ রাতের দীর্ঘশ্বাস,
বৈশাখী আকাশের বৈরী বাতাসে হারায়।
নিজেকে প্রশ্ন করি,
কেমন আছো রাধাকান্ত ?
জানি না,
জানতে চাই না ।।।।