বাংলা ভাষা মায়ের ভাষা কি যে মধুর ভাষা
এই ভাষাতেই জড়িয়ে আছে মোদের ভালোবাসা।
বাংলা ভাষায় মনের কথা সহজেই বলা যায়
স্নেহময়ী মা আমাদের বুকে টেনে নেয়।
মায়ের কথা বলতে গেলে অনেক কথাই আসে
কোনটা ছেড়ে কোনটা যে বলি পাই না যে ভাই দিসে।
নগ্ন গায়ে জাল জড়িয়ে বাসন্তীরা লজ্জা ঢাকে
ফেলানির লাস কাঁটাতারে ঝুলিয়ে পড়ে থাকে।
এসব কথা বলতে মানা তবুও বলে যাই
আপনাদের আবার এসব শোনার মোটেই সময় নাই।
সালাম, জব্বার, আসাদ, বরকত কত শহীদ ভাই
শ্রদ্ধাভরে করি দোয়া সম্মান জানাই,, সম্মান জানাই।,
(ছবি – Google)
অসম্ভব ভালো লাগলো লেখাটি পড়ে।