প্রেম-প্রান্তরে,
“চাল ধোঁয়ার মতো সিগ্ধ হতে চাই”*
For Love,,
“Want to be Chilled for smoothly Rice.

এলোমেলো খোলাচুল, তোমার বেনী সর্পিল ,
পনি টেইল থেকে বিদেশী শ্লিপার হতে হীল,
আমার মেমোরি কার্ডে লালিত/ঘুমন্ত।
নূপুরশিঞ্জিত বাঁ পায়ের গোড়ালিতে
সমান্তরাল দু”টি তিল,
কি এমন চাঁদনীর মতো যে মায়াবী!
খয়েরি চুলে ক্যানো মিথিক ওয়েল মাখো সদাসুন্দরী?
কোন ওয়েলা, ম্যাজিক ক্লিপ পরজীবি?

“ভেবে ছিলাম তোমায় নিয়ে নতুন একটি কবিতা লিখবো, প্রেমের কবিতা।”+
না দেখে দুঃখ পেলাম তোমার জন্যে,
প্রেম প্রান্তর আর “রক্তাক্ত প্রান্তর”;* খুব বেশী দূরে নয়।

* ঢাকা কলেজে আমাদের পড়াতেন শহীদ মুনীর চৌধূরীর ছাত্র অধ্যাপক কামাল আতাউর রহমান,
“চাল ধোঁয়ার মতো সিগ্ধ হতে চাই” তাঁর কাব্যগ্রন্থ।

+ বিদ্রোহী রণ ক্লান্ত, থেকে ধার করা লাইন। শুভেচ্ছা।
ছবিঃ বন্ধু স্থপতি Biva Saha

hzm1

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন