বিজয় মঞ্চে
অনেক বক্তৃতা হলো,
শপথবাক্য আন্দোলিত হলো ,…
বিজয়ের আনন্দ মিছিল, বিজয় মেলা ।
আবার শুরু হবে কর্মযজ্ঞের লাগামহীন দৌড় ।
…আবারো কি ?
অন্যায্য প্রাপ্তিতে উৎকোচের সরবর ?
অথবা, ভাইদের প্রতাপ প্রতিষ্ঠার
লাশ লাশ খেলা ?
প্রশ্নপত্রের হাট ?
হাইজ্যাক হবে আমার সন্তানের
সরকারি খেলার মাঠ ?
তথাকথিত বুদ্ধিজীবীদের
বুদ্ধির জট ?
জাতির বিবেক ,সাংবাদিক এর হাতে
দলীয় পতাকা ?
গণতন্ত্রর গণতন্ত্র খেলা ?
আমার ধর্ষিতা কন্যার আর্তনাদ ?
তদন্ত তদন্ত উপহাস !
সুস্থ দেহে ঘরে ফেরার সংশয় ?
আবারো কি সেই অনিশ্চিত যাত্রা ?
আমায় ক্ষমাকরো,
আমি চাই ,
মিথ্যা হোক আমার উর্বর মস্তিষ্কের শঙ্কা,
বিজয়ের চেতনার জোয়ারে ভেসে যাক্
জ্বরা মন
জ্বরা লোভ
জ্বরা জীবন ।
……জ্বরা মুক্ত নির্মল আকাশে ,
পত পত করে উড়ুক
গর্বিত লাখো শহীদের ,
বিসর্জিত মায়ের
গর্বিত বাংলার…..
লাল সবুজের পতাকা ।
মহামান্য আধিকারি করজোড়ে মিনতি,
আমার কর্ম আমিই করে খাবো ।
আমার কন্যার সম্ভ্রম টুকু রক্ষা করো ,
আমাকে শুধু স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা দাও ।।।।
কবিতা ভালো ভাবে বুঝা এবং এ নিয়ে মন্তব্য করা কঠিন কাজ, অন্তত আমার সাধ্যের বাইরে. কিন্তু এটুকু বুঝতে পারি, যে বাণী, পংক্তিমালা নিয়ে এ কবিতাটি উচ্চারিত হয়েছে তা নিঃসন্দেহে অসাধারণ. অনেক ধন্যবাদ আপনাকে.