আমি সহস্র বছরের বেদনাকে কুড়িয়ে-
সাজিয়েছি এ ঘর, তুমি আসবে বলে!
তুমি আসবে বলে, সারা দিনমান—
প্রতীক্ষাকে থরে থরে সাজিয়ে
চিরল পথটাকে আজ তোরণ করে রেখেছে-
আত্মভোলা চড়ুইয়ের দল
তুমি আসবে বলে
জরাগ্রস্ত এই মস্তিষ্কের খর দুয়ারে
এতোটাকাল আমি স্তব্ধ করে রেখেছি
পৃথিবীর মুখমন্ডলে বয়ে চলা-
ভাঙনের প্রবল স্রোত
প্রণয়ের পানসিতে ছেঁড়া পাল
ক্রান্তির লু হাওয়ায় পুড়ে যায়
পিপাসিত প্রাঙ্গণে পয়গাম,
সপ্তপদীর ব্যাঞ্জনে সাজা হৃদয়!
তুমি আসবে বলে
একাকীত্বের ধূসর বসনে মুড়ে—
বিনিদ্র রাতের পাতা,
অনিদৃষ্ট কাল ধরে আমি স্থগিত রাখি,
এক অভিলাষী খেয়ার সকল নক্ষত্র অভিসার!
তুমি আসবে বলে—
অনেক সুন্দর কবিতা। কবিতাটা পড়ে হৃদয়টা উড়িয়ে গেলো। কবিকে অনেক অনেক ধন্যবাদ।