হৃদয় পুড়বে বলে

 

 

 

 

 

 

 

অবশেষে আমি হার মানলাম,
তোমার পাথুরে কাঠিন্যের কাছে।
আমি হেরে গেলাম,
এই আগ্রাসী থাবার কষ্টের কাছে।

শুধু তোমার কাছে ফিরে যাবার-
নিটোল প্রত্যাশা ছিল,
সে প্রত্যাশার ভাগারে ফেলে দিলাম-
নিষ্ঠুর অভিশাপ।

কবিদের কষ্টের চেয়ে আর
ভারী কোন পদার্থ নাই।
তারা কথার মালায়
সেই কষ্টকে উপহারের ডালায়,
সাজাতে চায়, বারংবার।

নির্মোহ ফুল হয়ে ফোটে- –
রূপকে, ছন্দে, গানে, বীণায়, এস্রাজের তারে,
যুগ যুগ বেঁচে থাকে-
মনে মননে অজস্র জটিলতায়।

তুমি তারার আলোয় জেগে থাকা,
অন্ধকারের জোনাক,
তাকে ধরতে চাইনি,
হৃদয় পুড়বে বলে ।

ছবি:-সৌজন্যে Shutterstock

 

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন