স্বপ্নলোকে ঘুরছি আমি একটি সোনার রথে
হয়ত পাব তোমার দেখা চলতি কোন পথে!
দেখলে তোমায় বাড়িয়ে দিব আমার দুটি হাত
যাক পেড়িয়ে রথটি আমার দিবস জামীর পথ।
বিহঙ্গেরা থাক না সেথা বাড়িয়ে তাদের মুখ
আমি শুধু খুঁজবো হেথা যেথায় তোমার সুখ।
সাতটি সাগর পাড়ি দিয়ে তেপান্তরের মাঠ
পেড়িয়ে যাব দূর নীলিমা সবুজ শ্যামল বাট।
শ্যামা টিয়া ময়না ফিঙ্গে সবাই আমার সাথী
সঙ্গে নিয়ে পার হব যে জোনাক জ্বলা রাতি।
দেখব দূরের আকাশ নীলা পাহাড় সবুজ বন
তারই সাথে খুঁজবে তোমায় আমার অবুঝ মন।
স্বপ্নলোকের কক্ষ ছেড়ে থামবে যখন রথ
দেখবে তুমি দাঁড়িয়ে আছি আগলে তোমার পথ। ।

(ছবি:-সৌজন্যে শব্দ কাহিনী)

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন