ষড়ঋতুর ছয়টি রঙে দেশটি আমার রাঙ্গা
মনের মাঝে তাই তো চলে গড়া এবং ভাঙ্গা
গ্রীষ্ম এলে ফল যে পাকে , শিশুর মুখে হাসি
সেই হাসিতে ভুবন দোলে দেখতে ভালবাসি।
 বর্ষা কালে বৃষ্টি ঝরে, মাঠটা যে হয়  বিল
ভেলায় চেপে মাছ ধরতে যাই যে দূরের ঝিল।
 শরৎ এলে সফেদ সাদায় সাজে যে কাশফুল
নীল আকাশে মেঘ ভেসে যায় পরে কানের দুল।
হেমন্ত তে নবান্ন তাই পিঠা পায়েশ পুলি
কৃষাণ তখন গায় যে গান দিয়ে গলা খুলি।
মাঘের শীতে হাড় যে কাঁপে , শিশির ধোঁয়ায় পা
মটর কলই খেজুর রসে গন্ধে ভরে গাঁ।
বসন্ত কাল আসলে পরে ফুল পাখি গান গায়
মনের মাঝে বাজে যে সুর দখিন হাওয়া বায়।
এমনি করেই ছয়টি ঋতুর পালা বদল হয়
খুঁজে ফিরি দেশটি আমার প্রতিটি সময় ।
আর কোথাও দেখি না ভাই এমন সোনার দেশ
আশায় থাকি পাবো আবার তারই সুখাবেশ।।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন